×

ভিডিও

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার, ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম

   

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই কি পদত্যাগ করেছেন- নাকি করেননি? এই নিয়ে এখনো বিতর্ক চলছে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমে পদত্যাগের কথা স্বীকার করলেও পরে একাধিকবার দাবি করেছেন যে- শেখ হাসিনা পদত্যাগ করেননি। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ইতোমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন- সাবেক প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে তার পদত্যাগ পত্রটি গেল কোথায়?

অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে- রাষ্ট্রপতির দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি কোথায়? এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি জানান- ৫ আগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো তিনি আসছেন না।

রাষ্ট্রপতি বললেন, চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। 

তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না। যা সত্য তাই জানালাম। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পায়নি জানানোর।

এরপর সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো- তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি। এক পর্যায়ে রাষ্ট্রপতি বললেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে এ প্রশ্ন না উঠে সে জন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে মিথ্যাচার করেছেন রাষ্ট্রপতি। এটা শপথ লঙ্ঘনের শামিল। ফলে তার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা তা ভেবে দেখতে হবে। ৫ আগস্ট তিন বাহিনীর প্রধানকে পিছনে রেখে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র গ্রহণও করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App