খেলা নিয়ে শঙ্কা থাকলেও নতুন দলে নাম লেখালেন সাকিব

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের জন্য প্রস্তুত ক্রিকেটারদের তালিকা। দেশিদের ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন ক্রিকেটারের নাম উঠবে এবারের ড্রাফটে। এবার সর্বোচ্চ ৬০ লাখ পারিশ্রমিকের ঘরে জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার। এই তালিকায় মাশরাফী ছাড়া বাকি চার পান্ডবই রয়েছেন। এছাড়াও জাতীয় দলের সাবেক-বর্তমান অধিনায়ক মিলে রয়েছে একঝাঁক তারকা।
সর্বোচ্চ ৬০ লাখ পারিশ্রমিক তালিকাতে থাকলেও এরই মধ্যে রিটেইন কিংবা সরাসরি চুক্তিতে দলভুক্ত হচ্ছেন কেউ কেউ। ফলে আরো বেশি পরিমাণ আর্থিক লাভের সুযোগ তাদের। আর বাকিদের দল নির্ধারিত হবে আগামী ১৪ অক্টোবর, ড্রাফট থেকে ।
এবারের ড্রাফটে ‘এ’ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে । এবার ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২৮ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন।
এ ক্যাটাগরিতে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। যদিও রাজনৈতিক পটপরিবর্তনে ঘরোয়া এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে এখনো শঙ্কা আছে। তবে এরই মধ্যে চমক দেখিয়ে তাকে দলে টেনেছে চিটাগাং কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারের একদম দ্বারপ্রান্তে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দ্রাবাদে এই সংস্করণে নিজের ক্যারিয়ারের ফুলস্টপ টানলেও ঘরোয়া ক্রিকেটে এখনও বেশ চাহিদা মিস্টার সাইলেন্টকিলারের। তার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের আরো তিন তারকা মুশফিক, তামিম ও মিরাজ এই ক্যাটাগরিতে আছেন। এবারো তাদের ধরে রাখার মিশনে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে মিরাজকে ছেড়ে দিয়ে বাকিদের রিটেইন করতে পারে বরিশাল।
লিটনের নেতৃত্বেই গেল আসরে ফাইনালে খেলেছিল কুমিল্লা। তবে এবারের বিপিএলে কুমিল্লা অংশ না নেওয়ায় নতুন কোনো দলের জার্সি গায়ে জড়াতে পারেন উইকেটকিপার এই ব্যাটার। কুমিল্লার আরো তিন তারকার একই অবস্থা। তাওহীদ হৃদয়, মোস্তাফিজ, রিশাদকে নতুন কোনো রঙে বিপিএল মাতাতে দেখা যাবে। তবে সরাসরি চুক্তিতেই দল পেতে পারেন তারা।
এরই মধ্যে চট্টগ্রাম কিংসে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম। গেল আসরে ঢাকার হয়ে হ্যাটট্টিকও করেছিলেন এই পেসার। তবে ঢাকার গেল আসরের অধিনায়ক তাসকিনের নতুন ঠিকানা এখনও চুড়ান্ত হয়নি। আর জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্তকে রিটেইন করতে পারে সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ পর্যন্ত যাই ঘটুক, জমজমাট এক বিপিএল দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।