শেষ ম্যাচে দেশবাসীকে পাশে চান সাকিব

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম
বিশ্ব ক্রিকেটে সাকিব ইতিমধ্যেই অনন্য এক নাম। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বজুড়ে বাজিমাত করেছেন লাল-সবুজের এই পোস্টারবয়। তবে সেই সাকিবই নিজের মাতৃভূমিতে নিরাপদ না। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাজানো নির্বাচনে এমপি হওয়া এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নীরব থাকাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন এই বিশ্ব সেরা অলরাউন্ডার। ক্ষমতার পটপরিবর্তনের পর তার নামে হত্যা মামলাও করা হয়েছে। যা নিয়ে বরাবরই নিরব ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই আইকন।
এবার অবশেষে নীরবতা ভেঙেছেন সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে রাজনীতি জড়ানো নিয়েও ব্যাখ্যা দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। প্রথমেই ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ ও আহতদের পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করে। সাকিব বলেন, স্বজন হারা পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।’
আন্দোলনে নীরব ভূমিকার দায় নিয়ে সাকিব বলেন, ‘এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন, তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।’
রাজনীতিতে জড়ানোর ব্যাখ্যা দিয়ে সাকিব লেখেন, ‘আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।’
দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন, খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা!
দেশের ক্রিকেটের জন্য নিবেদিত এক প্রাণ সাকিব আল হাসান। দেশের ক্রিকেটকে নিজের পুরোটাই দিয়েছেন সাবেক এই দলপতি। বিদায়বেলায় কেবল একটাই প্রত্যাশা, যেখান নিজের শুরুটা করেছিলেন, সেই হোম অব ক্রিকেটেই নিজের শেষটা রাঙানো।