কী আছে ওয়েব ফিল্ম 'ত্রিভুজ'র গল্পে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
২০০৩ সালে বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু অভিনেত্রী আনিকা কবির শখের। সে বছরে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয় করেন তিনি। এর মধ্যে কারিয়্যারের তুঙ্গে থাকার সময়ে ব্যক্তিগত কারণে নিজেকে অনেকটা আড়ালে নিয়ে যান।
সম্প্রতি আবারও এ অভিনেত্রী আগের মতোই কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন একটি ওয়েব ফিল্মে। আলোক হাসান পরিচালিত ‘ত্রিভুজ’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। যেখানে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই গল্পে।
এই ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন। দীপ্ত প্লের জন্য এটি নির্মাণ হচ্ছে। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। গল্পের নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী অভিনেতা জয়।
এতে আরও অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ-ফারিণ খান ও সোহেল ম-ল, মৌসুমী মৌ ও ঊর্মিলা শ্রাবন্তী কর। একটি ভিন্নধারার গল্প উপহার দিতে চান ওয়েবফিল্মটির পরিচালক।
ঢাকার অদূরে একদিনের শুটিং শেষে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে। টানা ৮ দিনে শেষ হবে এর দৃশ্যায়ন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে। গত শুক্রবার টিজার প্রকাশের পর এই তথ্য নিশ্চিত করেছে দীপ্ত প্লে কর্তৃপক্ষ।