কার মৃত্যুতে জানাজা পড়তে আসবেন সূচনা, অডিও ফাঁস

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
ভারতে পালানোর পর অনেকদিন ধরেই বেশ নীরবেই কাটছিলো কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ইস্যু। তবে হঠাৎ করেই আবারো সূচনা ইস্যু উত্তাল হতে শুরু করেছে তার মেসেঞ্জার গ্রুপের একটি ভয়েজ রেকর্ড ফাসের পর। যেখানে তাকে বলতে শোনা যায় ‘যদি কেউ মরে তাহলে তার টাইম যেন জানায়, সবাই মিলে জানাজা পরতে চলে আসবো’। জাগ্রত মানাবকতা কোঅরডিনেটর গ্রুপ থেকে এই ভয়েস রেকর্ডটি পাওয়া যায়।
কার উদ্দেশে এই কথাটি তিনি বলেছেন সেটি ঘাটতে গিয়ে আমরা জানতে পারি, এই জাগ্রত মানাবকতা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটি মূলত ছিলো ছাত্র আন্দোলনে ছাত্রদের দমাতে নির্দেশনামূলক একটি গ্রুপ। সেই গ্রুপে ছাত্রদের মারতে নির্দেশ থেকে শুরু করে ছাত্রদের মৃত্যু নিয়েও নানান রকমের তিরস্কার কথাবার্তা লেখেন সাবেক এই মেয়র।মূলত ছাত্রদের ঠেকাতে বিভিন্নরকম উস্কানি দেয়া হতো এই গ্রুপে।
গ্রুপে দেখা যায় সূচনা লেখেন ‘জরুরী ভিত্তিতে শাড়ি ও চুড়ি কুমিল্লার ছাত্রদের জন্য পাঠানো হোক। এছাড়া কোনো ছাত্র ছাত্রী আন্দোলনের পক্ষে পোষ্ট দিলেও তাদের ছবি স্ক্রিনশট সেই গ্রুপে দিয়ে তার ক্যাডার বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেও নির্দেশ দিতেন তিনি। আমরা আরোও জানতে পারি এই গ্রুপের সদস্যরা অস্ত্র কেনাবেচার সাথেও জড়িত ছিলো।
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচনা ভারতে পালিয়েছেন। ২১শে আগস্ট তার বাবা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান।এরপর ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে ভারতে পালান সূচনা। ৩১ আগস্ট কলকাতায় বাবার কাছে পৌঁছান অপসারিত মেয়র কুমিল্লার তাহসীন বাহার সূচনা। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হয়েছিলেন তাহসিন বাহার সূচনা।তবে কত টাকার বিনিময়ে তিনি পার হয়েছেন তা জানা যায়নি। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিওকলের ছবিোভাইরাল হয়েছে। ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা।
ব্রাহ্মণপাড়ার শশিদলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে গুঞ্জন উঠেছিলো। ২৯ আগস্ট রাত ১১টার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে উঠেন। সেখান থেকে পরবর্তীতে কলকাতায় বাবার কাছে যান তাহসিন বাহার সূচনা।