×

ভিডিও

গণধোলাইয়ের পর হারুন কি মারা গেছেন, নাকি বেঁচে আছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

   

অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছে, কেউ বলছেন জনতার হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, আবার কেউ কেউ দাবি করছেন তিনি ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন, কিন্তু, ভাতের হোটেলের মালিক খ্যাত সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ এখন আসলে কোথায় আছেন তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। 

তবে হারুন এখনও ধরাছোঁয়ার বাইরে। ৩৮টি হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় দেখতে চান দেশের সর্বস্তরে ছাত্র-জনতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

পুলিশের কয়েকটি সূত্র থেকে জানা গেছে, সাবেক ডিবি-প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৮টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এতগুলো মামলা হওয়ার পরও হারুন এখনও কেন গ্রেপ্তার হল না তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন করেছেন হারুন এখন কোথায় আছেন? তিনি কি দেশে আছেন? তিনি কি জীবিত? নাকি মৃত? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন এখন জনমনে। তবে এখনো কিছু জানায়নি পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, হারুন এখনো জীবিত রয়েছেন এবং তিনি দেশেই রয়েছেন। সরকার পতনের পর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তাই দেশেই এখন আত্মগোপনে রয়েছেন তিনি। ৫ আগস্টের পর একবার ব্যাপক মারধরের শিকার হন তিনি, এরপর তাকে গুরুতর আহত অবস্থায়  ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ডিএমপির এক কর্মকর্তা জানান, হারুন অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন সে সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও তিনি যে এখন ঢাকাতেই রয়েছেন সেটা অনেকটাই নিশ্চিত।

পুলিশের আরেকটি সূত্র জানায়, ৬ আগস্ট অফিসেও গিয়েছিলেন হারুন, তবে ৭ আগস্ট থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। একাধিক সূত্রে জানা যায়, গেল ৮ থেকে ১০ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক হারুনকে মারধর করেন। সেসময় পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App