×

ভিডিও

যে কারণে ৫ আগস্টের পর দেখা মিলছে না হিট অফিসারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম

   

এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার নিয়োগ করেছিল বিদেশি একটি সংস্থা। গত বছর তীব্র দাবদাহের মধ্যে এই পদে নিয়োগ দেয়া হয়  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তার প্রধান কাজ ছিল তাপপ্রবাহ কমাতে বিভিন্ন গবেষণার আলোকে ডিএনসিসিকে পরামর্শ দেওয়া। সে অনুযায়ী নগর বনায়ন তৈরি, ফুটপাত ও খাল-লেক পাড়ে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছিল ডিএনসিসি। 

তখনো হিট অফিসার বা তার কর্মকাণ্ড নিয়ে জানতো না কেউই। বাংলাদেশ এটি এটি ছিলো একেবারে নতুন ধারণা। তারপরও হিট অফিসারের সুন্দর চেহারা আর মেয়র আতিকুলের মেয়ে হওয়ায় হঠাৎ আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হন বুশরা। বুশরা এমন এক সময় আলোচনায় আসেন যখন দেশে প্রচন্ড তাপদাহ চলছিলো। ঠিক সে সময় হিট অফিসারের মত নতুন একটি ধারণা মানুষের কাছে আগ্রহের জন্ম দিয়েছিলো।

কিন্তু ৫ আগস্টের পর থেকে দেখা মিলছে না সময়ের আলোচিত চিফ হিট অফিসার বুশরা আফরিনের। তিনি ডিএনসিসির নগর ভবনেও যাচ্ছেন না খবর পাওয়া যাচ্ছে। ফলে তিনি শহরের তাপপ্রবাহ কমাতে এখনো কাজ করবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা। তাকে এ পদে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।

ডিএনসিসির সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গাঢাকা দেন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এরপর গত ১৯ আগস্ট আতিককে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এছাড়া গত ১৯ আগস্ট আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করে ডিএনসিসি। এরপর নতুন করে আলোচনা চলছে উত্তর সিটি কর্পোরেশনে নিযুক্ত চিফ হিট অফিসার নিয়ে। 

২০২৩ সালের ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আরশট-রকের সহযোগিতায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার সমঝোতা স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এ পদে কাজ করার বিষয়টি জানান। তাপমাত্রা কমাতে কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণে কাজ করছিলেন বুশরা।

চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন নিয়োগ পাওয়ার পর প্রচণ্ড হিটওয়েভ চলাকালীন হিট অফিসারের পরামর্শে ব্রাউজার মেশিন দিয়ে সড়কে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছিলেন সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়া উত্তর সিটিতে গাছ লাগানো, বনানী ও আগারগাঁও এলাকায় গ্রিন জোন করার পরামর্শ দিয়েছিলেন হিট অফিসার। এজন্য উত্তর সিটি কর্পোরেশন একটি প্রকল্পও নিয়েছিল।

ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, বুশরা আফরিন মূলত তার বনানীর নিজস্ব অফিসে বসেই কাজ করতেন। মিটিং ছাড়া তিনি নগর ভবনে যেতেন না। ৫ আগস্টের পর তিনি নগর ভবনে যাচ্ছেন না। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার মিডিয়া কর্মকর্তা তৌহিদ হোসেনের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App