×

ভিডিও

নাফিসা ইস্যুতে সাকিব পার পেলেও কুফা রায়হানের শুভকামনায় কি পার পাবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৪ পিএম

   

আবু সাঈদকে যখন প্রকাশ্যে গুলি করা হলো শিশির তখন কিছু বলেননি, মুগ্ধ যখন পরপারে চলে গেলো শিশির তখন কিছু বলেননি, শত শত তাজা প্রাণের শোকে দেশ যখন কেঁদেছে শিশির তখনও কিছু বলেননি, ক্রিকেটপ্রেমী ভক্তরা যখন সাকিবের কোটা আন্দোলন অবস্থান নিয়ে সুস্পষ্ট বক্তব্য চেয়েছে শিশির তখনও কিছু বলেননি, শিশির অবশেষে বললেন তবে সেটা নিজের দাম্পত্য জীবন নিয়ে।

ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের একজন বড় সুপারস্টার এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই,কিন্তু নিজের দেশের করুণ পরিস্থিতিতে সাকিবের ভূমিকা ছিলো একদম শূন্যে। এতবড় সুপারস্টারের নীরবতা মেনে নিতে পারেনি এদেশের ছাত্র-জনতা। দেশ যখন ক্রান্তিলঘ্নে তখন সাকিব দিব্যি কানাডা গ্লোবাল টি-২০ মাতিয়ে বেড়াচ্ছিলেন। সেখানে দেশ নিয়ে এক ভক্ত সাকিবকে প্রশ্ন করায় উলটো ভক্তকে কটাক্ষ করে বসেন দেশসেরা এই অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং প্রচুর গুজব সৃষ্টি হচ্ছে, তারই রেশ ধরে ১৪ তারিখ বুধবার রাতে সাকিব আল হাসান ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিক নাফিসা কামালের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সাথে সাথেই দেশজুড়ে সমালোচনা শুরু করে দেন নেটিজেনরা। সমালোচনার মাঝেই শিশিরের ফেসবুক আইডি থেকে এই দম্পতির কিছু ছবি ডিলেট হতে দেখা যায় আর এতে গুজবটি আরো রটিয়ে যায়।

তবে সকালের সূর্য ওঠার সাথে সাথেই নিজেদের দাম্পত্য জীবন নিয়ে সবকিছু খোলসা করেছেন শিশির। তিনি জানান ‘সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে।

শিশির আরো জানান, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

সাকিব শিশির সম্পর্ক খোলাসা হলেও এদিকে জাতীয় কুফাখ্যাত রায়হান সাকিবের গুজব রটানোর পরপরেই তার বিখ্যাত শুভকামনা দিয়ে বসেন এই দম্পতির জন্য। নেটিজেনরা মনে করেন রায়হানের শুভকামনার অমঙ্গল থেকে খোদ রেহাই পায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিসা ইস্যুতে সাকিব-শিশির রেহাই পেলেও কুফা রায়হানের শুভকামনা থেকে কি রেহাই পাবেন এই দম্পতি? সেটিই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App