গোপনে ৩০০ বিঘা জমিতে কারখানা ও বাগানবাড়ি করেছেন মতিউর!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:০২ এএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড নামে বিশাল এক জুতার ফ্যাক্টরি রয়েছে। যেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন।
হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় ওরিয়র গ্রুপের সঙ্গেই গ্লোবাল সুজ লিমিটেড নামের জুতার ফ্যাক্টরির অবস্থান। প্রায় ৩০০ বিঘা জমির এলাকায় জুতার ফ্যাক্টরি ছাড়াও বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি রয়েছে মতিউরের।
২২ জুন শনিবার বিকেলে কারখানা এলাকায় সংবাদকর্মী প্রবেশ করতে চাইলে প্রধান ফটকেই আটকে দেন নিরাপত্তাকর্মী। একজন নিরাপত্তা কর্মী জানান, প্রায় ৩০০ বিঘা জমির উপর রয়েছে গ্লোবাল সুজ লিমিটেড কারখানা, বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি। কিছুদিন পরপর এখানে ড. মো. মতিউর রহমান সকালে এসে বিকেলে চলে যেতেন। সেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক কাজ করেন।
ফ্যাক্টরিটির মালিক হিসেবে ড. মতিউর রহমানকে জানলেও তিনি যে সরকারি চাকরি করেন সেটি জানেন না অনেকেই। এ ফ্যাক্টরিতে উৎপাদিত জুতা পৃথিবীজুড়ে সরবরাহ করা হয় বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বশীলরা।
গ্লোবাল সুজ লিমিটেডের আতিক নামের এক শ্রমিক বলেন, আমি এই ফ্যাক্টরিতে এক বছর যাবৎ কাজ করছি। ফ্যাক্টরির মালিক মতিউর রহমান স্যার মাঝে মাঝে আসতেন। স্যারের ছেলে ফ্যাক্টরিতে ঘুরতে আসতেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান উনি কিনা তা আমার জানা নেই।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের বিশাল জুতার কারখানার পাশে রয়েছে বাগান বাড়ি ও বিভিন্ন ফলের বাগান ও জুতার কারখানা। স্থানীয় বাজার দরে ওই ৩০০ বিঘা জমির দাম প্রায় ১০০ কোটি টাকা।
২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়ে।
এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস ক্যাডারের
কর্মকর্তা মতিউর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা
হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে,
‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।