৩শ' কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে মসজিদ, নজর কাড়ছে সবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০১:৩১ পিএম
মসজিদ হলো আল্লাহর ঘর, শান্তি ও কল্যাণের জায়গা। ইহ ও পরকালীন মুক্তি ও সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু ইবাদতের স্থান। যেখানে মহান রবের সৃষ্টির শুকরিয়া জানিয়ে দিনে পাঁচবার সিজদায় অবনত হয় ধর্মপ্রাণ মুসলমানরা। আর সেই মসজিদ যদি হয় পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত তাহলে কেমন হয়?
যেখানে নামায আদায় করলে প্রশান্তিতে মন ভরে উঠে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে এমনি একটি মসজিদের সন্ধান মিলেছে ইট পাথরে শহর রাজধানীতে। রাজধানীর ১০০ ফিটে মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদটি। আর নাম দেয়া হয়েছে মসজিদ আল মোস্তফা। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। অনিন্দ্যসুন্দর এই মসজিদটির পাঁচ তলা।
দৃষ্টিনন্দন মসজিদটির বিশেষত্ব হলো এটি পুরোটাই জানালা বিহীন। এছাড়া বড় আকর্ষণ সামনের দিকে কালো রংয়ের মাধ্যমে পবিত্র কাবা শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরেও একইভাবে বড় করে সোলানী রং দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ (স.)।
আল মোস্তফা মসজিদে ১২ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় পারবেন। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না তারা চাইলে বসেও নামায আদায় করতে পারবেন। দুপাশে রয়েছে খেজুর গাছ। কোনটিতে আবার খেজুর ও ধরেছে।
মসজিদের ভেতরে রয়েছে চলন্ত সিড়ি ও লিফট। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। মসজিদটিতে রয়েছে ১শ টিও বেশি গাড়ি পার্কংয়ের বিশেষ ব্যবস্থা।
১৬ লাখ টাকা ব্যায়ে লাগানো হয়েছে ঝাড় বাতি। যা এখনো পুরপুরি চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে।