২০ বছরের রেকর্ড ভাঙলো তুফান, মধ্যরাতেও শো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০১:০৯ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান যেন ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়টাই কাটাচ্ছেন। রায়হান রাফির পরিচালনায় তুফান যেন তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে শাকিব খান এবার সবচেয়ে বড় ধামাকাটাই দিলেন তার ভক্তদেরকে। নতুন এক রেকর্ড গড়ল তুফান।
দেশের প্রথম অত্যাধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠার বয়স ২০ বছর। বর্তমানে ৫৫টি করে শো প্রদর্শন করে প্রেক্ষাগৃহটি। এবারের ঈদে প্রতিষ্ঠানটি ‘তুফান’ সিনেমার ৪৮টি শো চালাচ্ছে। গতকাল মঙ্গলবার ৪৭টি এবং আজ বুধবার ৪৮টি শো চলবে বলে জানা গেছে। দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে শাকিব খানের ‘তুফান’ সর্বোচ্চ শো পেয়েছে।
ঈদের দ্বিতীয় দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুই দিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করছি দু-চারদিনের মধ্যে এর শো সংখ্যা কত পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায়নি।’
জানা গেছে, সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’র। এরপরের অবস্থানে ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’র শো ছিল ৩২টি, ‘সুড়ঙ্গ’র ৩১টি, ‘হাওয়া’র ২৬টি আর ‘প্রিয়তমা’র ২১টি করে শো চলেছিল। এবার দৈনিক শো-এর রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান। রায়হান রাফির পরিচালনায় এতে তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।
এর মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী প্রেক্ষাগৃহে ঘটল ব্যতিক্রম এক ঘটনা, যা গত ২০ বছরে ঘটেনি। গত ১৮ জানুয়ারি রাত ১২টায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী চালু করতে বাধ্য হয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
‘তুফান’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ ইঙ্গিত দেন তিনি। তুফানের দ্বিতীয় কিস্তি আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান ২’ হবে।
এরপর তুফান ছবির প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান ২’ আসবে কি না, তা জানতে আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা দেখলে এর উত্তর আপনারা পেয়ে যাবেন।
এর আগে, ছবির নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন, তুফান ছবি শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি নির্মাণ হবে।