×

ভিডিও

বাধা সত্ত্বেও ৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৮:১১ পিএম

   

ধ্বংস, নিপীড়ন আর বর্বরতার মাঝেই একটু আনন্দের খোঁজ। ইসরায়েল নৃশংসতায় গাজাবাসির ধ্বংসের আর কিছুই বাকি নেই। এই ধ্বংস্তুপের মাঝেই ঈদ উদযাপন আর আনন্দ ভাগাভাগি করে নেয়া। তাই সবকিছু ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশে মিলিত হয়েছে ফিলিস্তিন বাসী। 

কোনো উৎসবমুখর পরিবেশ না থাকলেও ঈদের নামাজ আদায় করতে আল আকসায় জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইসরাইলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। গত ১৬ জানুয়ারি আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন ৪০ হাজারের বেশি মানুষ। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এর আগে, মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসইরালি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফার মতে, ঈদের জামাতে আসা-যাওয়ার পথে মুসল্লিরা ইসরাইলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এ বছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরাইলিদের সংখ্যা গত বছরে তুলনায় অনেক কম। ২০২৩ সালে ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন।

মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। গত বছর ইসরাইলি পুলিশ বব-আর-রহমান প্রাঙ্গণ থেকে জোর করে মুসল্লিদের বের করে দেয় ও বেশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

মসজিদে প্রবেশে বাধা ছাড়াও পশু কোরবানি থেকে ফিলিস্তিনিদের বঞ্চিত করা অভিযোগ উঠেছে। গাজার মিডিয়া অফিস জানায়, পশু প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকার কয়েক হাজার পরিবার কোরবানি দিতে পারেন। এক বিবৃতিতে বলা হয়, ‘দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। 

রাফাহ সীমান্ত ক্রসিং দখল ও বন্ধসহ গাজা উপত্যকার সব ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে।’ এ নিষেধাজ্ঞাকে ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা’ বলে অভিহিত করা হয় বিবৃতিতে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় ৩৭ হাজার ৩০০ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ সময় আহত হয়েছেন ৮৫ হাজার ২০০ ফিলিস্তিনি। আট মাসেরও বেশি সময় ধরে চলমান এ আক্রমণে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App