×

ভিডিও

ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’র বিরুদ্ধে মামলা করবেন সিমলা কিন্তু কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম

   

শাকিব খানের সিনেমা তুফানের পাশাপাশি এবারের কোরবানি ঈদের সিনেমা ময়ূরাক্ষী। সিনেমাটি নিয়ে পুরোদমেই প্রচারণা চালাচ্ছেন নির্মাতা ও ছবি সংশ্লিষ্টরা। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি হক ও সুদীপ বিশ্বাস দ্বীপ।

‘ময়ূরাক্ষী’ সিমেমার নির্মাতা রাশিদ পলাশ ১১ মে শনিবার নিজ ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন। নির্মাতা বলেন, এরই মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।

গোলাম রাব্বানী গল্প ও চিত্রনাট্যে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 

এরই মাঝে আইটেম গানের এক ঝলক নিয়ে এলো ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’। পিরিতির বাজার এহন আগের মতো নাই শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে। 

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ময়ূরাক্ষী নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। 

এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে সিমলাও ব্যবস্থা নিবেন বলে জানান গণমাধ্যমকে। তিনি বলেন, ‘আমি ছবিটি দেখে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে রেখেছি।’

সিনেমা মুক্তির পর সিমলা ছবিটি দেখে কী ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে ছবিটির নির্মাতা রাশিদ পলাশের অবস্থান কী? তিনি বলেন, ‘আমি সিমলা আপাকে বলব আসুন আপনি ছবিটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যেকোনো ব্যবস্থা নিবেন আমরা তার জন্য প্রস্তুত আছি।’ 

২০১৮ সালের ৩ মার্চ শিমলা প্রবাস ফেরত যুবক পলাশকে বিয়ে করেন। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এমন ঘটনায় পলাশ নিহত হন। 

এদিকে ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিজারে দেখা গেছে, বিমান ছিনতাই এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে সিনেমার গল্প তৈরি হয়েছে। তাই সিনেমাটি সিমলার জীবনের গল্প কি না তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App