×

ভিডিও

আমুর নির্দেশনার বাইরে এক পা যেতে পারবেন না, ইউপি সদস্যদের চেয়ারম্যানের হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৯:২৮ পিএম

   

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ ইউপি সদস্যের নির্দেশ দিয়ে বলেন যদি মেম্বারী করতে হয় আমুর নির্দেশনার বাহিরে এক পা যেতে পারবেন না, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলা নির্বাচন নিয়ে একটি স্কুলে আলোচনা সভায় গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ সবার উদ্দেশ্যে বলেন, আমির হোসেন আমু কী জিনিস সেটা আমার থেকে কেউ ভালো জানেন না। আগামী ২০ মের পর সব ঠাণ্ডা হয়ে যাবে। 

এসময় তিনি ইউপি সদস্যদের বলেন, যদি মেম্বারি করতে হয় আমুর নির্দেশনার বাইরে এক পাও কেউ যেতে পারবেন না। আমাকে চেয়ারম্যান সে বানিয়েছে এখনো ২ বছর ২মাস আছি ২৯ তারিখে ঘোড়া মার্কায় ভোট দিবো। গালুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যানের এমন বক্তব্যকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, কোন প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সরাসরি হুমকি দিতে পারেন না একজন চেয়ারম্যান। 

স্থানীয়রা জানান,  তিনি যখন নির্বাচন করছেন তখনও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গোলাম কিবরিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এরকম কোন বক্তব্য দেয়নি। আমির হোসেন আমুর জিনিস বেশি জাইনেন না, রাখি আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেন। এরপর তাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু গাজী স্বীকার বলেন, আমরা উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App