×

ভিডিও

কোপা আমেরিকার হট ফেভারিট দলের নাম প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৮:৫২ পিএম

   

মাস পেরুলেই শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত কোপা আমেরিকা। উপমহাদেশীয় এই টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় ৫ম স্থানে আছে কলম্বিয়া। গেল আসরে তৃতীয় হওয়া দলটি এবারেও নামবে বড় দলের তকমা নিয়ে। হামেস রদ্রিগেজের নেতৃত্বে মাঠে নামবে কলম্বিয়া। দলে নামী তারকার অভাব নেই। বিশেষ করে ইউরোপ মাতানো একঝাঁক তরুণ আছেন এই কলম্বিয়া দলে। ২০০১ সালের চ্যাম্পিয়নদের দলে বড় তারকা লিভারপুলে খেলা উইঙ্গার লুইস দিয়াজ।

ফেভারিটের তালিকায় চার নমবরে রয়েছে যুক্তরাষ্ট্র।সাম্প্রতিক সময়ে দেশটির উত্থান বেশ চোখে পড়ার মতোই। ক্রিশ্চিয়ান পুলিসিচরা কনকাকাফ অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বেশ কয়েকবছর ধরেই নতুন ফেভারিট। এবারের কোপাও হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই তালিকায় ওপরের দিকে রাখাই যায়। গেল বিশ্বকাপে রাউন্ড অভ সিক্সটিন পর্যন্ত গিয়েছিল তারা। 

১৫ বারের রেকর্ড কোপা আমেরিকার শিরোপা জেতা দল উরুগুয়ে। এবারের আসরে পাওয়ার রেটিংয়ে তিনে থাকলেও অনেলের হিসেবে তারাই বড় ফেভারিট। বিশ্বকাপ বাছাইয়ে তারা হারিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলকেই। মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ফেডে ভালভার্দেরা। দলের তারকার অভাব নেই। অধিনায়ক ফেডে ভালভার্দে রিয়ালের মাঝমাঠের প্রাণভোমরা। পুরো মাঠে দাপিয়ে বেড়ানোর মত দক্ষতা আছে এই মিডফিল্ডারের। আর ফর্ম বিবেচনায় লুইস সুয়ারেজ ডাক পেলে নিঃসন্দেহে আরও শক্ত দল হিসেবে কোপা আমেরিকা মাতাবে উরুগুয়ে। 

তালিকায় দুইয়ে রয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলনতুন কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করে দিয়েছে সবার আগে। সেই দল বিবেচনায় ব্রাজিলের চিন্তার কারণ হতে পারে তাদের মাঝমাঠ। লুকাস পাকেতা বা ডগলাস লুইজরা বড় মঞ্চে সেই অর্থে পরীক্ষিত তারকা নন। যদিও সাম্প্রতিক সময়ে পাকেতা আছেন দারুণ ছন্দে। তবে ব্রাজিলের শক্তির জায়গা নিঃসন্দেহে তাদের আক্রমণভাগ। ভিনিসিউস জুনিয়র সময়ের সেরা তারকা তাতে সন্দেহ নেই। খেলছেন রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে। সঙ্গে বিস্ময় বালক এন্ড্রিক তো আছেনই।

কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই পাওয়াররেটিং বিবেচনায় কোপা আমেরিকার সম্ভাব্য শিরোপাজয়ী ধরে নিয়েছে গোল ডটকম। কারণটাও খুব স্বাভাবিক। দীর্ঘদিন ধরেই ক্ষুরধার ফর্মে আছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। একাধিক তারকা আছে প্রতিটি পজিশনে। দলের সবচেয়ে বড় তারকা সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি। নিজের শেষ কোপা আমেরিকা খেলতে নামবেন তিনি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ থাকবে উঁচুতে।

মেসির মতোই নিজের শেষ কোপা খেলতে নামবেন আনহেল ডি মারিয়া। তবে এই দুজন ছাড়াও রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ বা লিয়ান্দ্রো পারেদেসরা আর্জেন্টিনার জন্য তুরুপের তাস হতে পারেন। দলে সব পজিশনেই আছে ভারসাম্য। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয় তাই আর্জেন্টিনার জন্য খুব একটা অসম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App