কী আছে কাজলরেখার ৪০০ বছরের পুরনো গল্পে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম
গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এ ঈদে নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘কাজলরেখা’। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। কাজলরেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে। কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। অন্যান্য চরিত্রে রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।
বর্তমানে সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত কাজলরেখা সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। কাজলরেখা প্রায় ৪০০ বছরের পুরনো গল্প। নেত্রকোনার দুর্গাপুরে এর শুটিং হয়েছে। দুই বছর ধরে সিনেমাটির নির্মাণ পর্ব চলেছে।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কাজলরেখার শুটিং পর্ব বেশ চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। কারণ প্রায় ৪০০ বছর আগের গল্প পর্দায় দেখাতে হয়েছে। এটা আমার নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ঈদে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় এটি মুক্তি দেয়া হবে।’
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা, সে তালিকায় যুক্ত হয়েছে কাজলরেখা। ঈদে সিনেমাটির মুক্তি দেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, আমরা এখন ২০২৪ সালে বাস করছি আর আমাদের সিনেমার গল্পটা এখন থেকে ৪০০ বছর আগে লেখা। সে সময়ের মানুষের বিনোদনের যে ধারা ছিল, সেটা এ সময়ে এসেও প্রাসঙ্গিক। এ কারণে আমি মনে করি, কাজলরেখা দর্শক দেখবে।’
এ সময়ে এসে কাজলরেখার গল্পের সঙ্গে তরুণ দর্শকরা যুক্ত হতে পারবে কিনা সে প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এখনকার তরুণরা অনেক এগিয়ে আছে, তাই আমার মনে হয় এ গল্পের সঙ্গে যুক্ত হতে তাদের বেগ পেতে হবে না। সারা পৃথিবীর খবর তরুণদের হাতের মুঠোয়।’
মন্দিরা চক্রবর্তী নাচ ও নাটক নিয়ে ক্যারিয়ার শুরু করেছেন এক দশক আগেই। এবার কাজলরেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। কাজলরেখা সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজলরেখার সেট অদ্ভুত সুন্দর ছিল। আমি অপেক্ষায় ছিলাম কবে শুটিং শুরু হবে।
ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করছেন শরিফুল রাজ। ২০২২ সালে ‘দামাল’ সিনেমা মুক্তির পর কাজলরেখা নিয়ে আসছেন তিনি। কাজলরেখার সুচ কুমারের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে রাজ বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করলে শুরু থেকে নতুন করে কাজ করা যায়। তার সঙ্গে আগেও কাজ করেছি, তাই আমার অভিজ্ঞতা ছিল।’
পরিচালনার পাশাপাশি এ কাজলরেখার চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এমনকি সিনেমাটির কয়েকটি গান তিনি নিজেই লিখেছেন বলে জানান। নির্মাতা জানান, কাজলরেখা মিউজিক্যাল ফিল্ম। ২০টির বেশি গান আছে এ সিনেমায়। এরই মধ্যে কয়েকটি গান প্রকাশ পেয়েছে।