মোদীকে নয় ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে।
এই চুক্তির আওতায়, প্রতি বছর বাংলাদেশে ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ২৪ জানুয়ারি (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি।
আরো পড়ুন: সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প
চুক্তিটি একটি ‘বাধ্যবাধকতাহীন’ চুক্তি হিসেবে সাক্ষরিত হয়েছে। যার অর্থ, উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন।