×

যুক্তরাষ্ট্র

নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম

নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ

পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিয়েছিল ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। 

এবার তার চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট। সিনেটে ৫০-৫০ ভোটে বিষয়টি অমিমাংসিত হয়ে পড়লে সিনেটের সভাপতি হিসেবে নিজের ভোট দিয়ে এটি নিষ্পত্তি করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর তাসের।

পরে পিট হেগসেথকে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের প্রধান হিসেবে অনুমোদন দেয়া হয়। মার্কিন সি-স্প্যান টিভি চ্যানেল ভোটটি সম্প্রচার করেছে।

৪৪ বছর বয়সী হেগসেথ ফক্স নিউজের সাকেব উপস্থাপক। পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প অনেকটা আকস্মিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিকসদর দপ্তর পেন্টাগনের দায়িত্বে তাকে নিয়োগ দিয়েছেন।

হেগসেথ আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক মেজর ছিলেন। তিনি ইরাক, আফগানিস্তান ও কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে’র কারাগারের দায়িত্বে ছিলেন।

ডোনাল্ড  ট্রাম্প এক বিবৃতিতে বলেছিল, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’  নীতিতে বিশ্বাসী। তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আরো দক্ষ, চৌকস এবং দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

মাত্র ৪৪ বছর বয়সে হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক ডিভিশনের কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন।

পিট হেগসেথ বেশ কিছু বইও লিখেছেন। তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মে হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন, অনুভুতিটা পারস্পরিক ছিল-আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি। 

এদিকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল এবং কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেছেন, হেগসেথের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়া ছিল অনেকটা অপ্রত্যাশিত।

গত জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, প্রেসিডেন্ট  নির্বাচিত হলে তিনি সেনাবাহিনীর যেসব জেনারেল জাতিগত এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে বরখাস্ত করবেন। পিট হেগসেথ স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বর্তমানে টেনেসি রাজ্যে বসবাস করছেন।

আরো পড়ুন : সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App