ট্রাম্পের প্রশ্ন: কিম জং উন কেমন আছেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর খোঁজ নিয়েছেন কিম জং-উনের। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা পুরনো, কিন্তু তা সত্ত্বেও দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী।
প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প।
২০১৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর খোঁজ নিয়েছেন কিম জং-উনের। খবর বিবিসির।
শপথ গ্রহণের পর কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিও কলে কথা বলেন ট্রাম্প।
সেসময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন? তার এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন।
বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার।
আরো পড়ুন : ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত হামাস
তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট।
এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন।
সেসময় তিনি দেশটিকে একটি 'পরমাণু শক্তিধর দেশ' হিসেবে বর্ণনা করেন। তবে, তার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং আমেরিকার উচিত ওই লক্ষ্যে অবিচল থাকা।