×

যুক্তরাষ্ট্র

বাইডেনের কাছে টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

বাইডেনের কাছে টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আহ্বান

টিকটক নিষিদ্ধ করলে লাখ লাখ আমেরিকানের ওপর গুরুতর পরিণতি নেমে আসবে। ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করার সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা।

সোমবার (১৩ জানুয়ারি) দুইজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা কংগ্রেস এবং বাইডেনের কাছে এ আহ্বান জানান। খবর তাসের।

আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, নইলে দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে।

গত শুক্রবার টিকটক এবং বাইটড্যান্সের আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জের বিষয়ে সুপ্রিম কোর্ট যুক্তি উপস্থাপন করেছে। সুপ্রিম কোর্টের বেশিরভাগ বিচারপতি টিকটক নিষিদ্ধের এই ফেডারেল আইন বহাল রাখতে আগ্রহী।

কোম্পানিগুলোর একজন আইনজীবী নোয়েল ফ্রান্সিসকো বলেছেন, আগামী সপ্তাহের সময়সীমার মধ্যে বিক্রয় সম্পন্ন করা অসম্ভব। 

তিনি বলেন, টিকটক যদি নিষিদ্ধ হয়ে যায় তবে ১৭ কোটি আমেরিকানের ব্যবহৃত এই ছোট ভিডিও অ্যাপটি দ্রুত বন্ধ হওয়ার সঙ্গে মূলত প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে।

বাইডেন যদি প্রমাণ করেন টিকটক বিক্রির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করছে বাইটড্যান্স, তাহলে তিনি সময়সীমা ৯০ দিন বাড়িয়ে দিতে পারেন। কিন্তু ধারণা করা হচ্ছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স সেটি পূরণ করতে পারবে না।

সিনেটর এডওয়ার্ড মার্কি বলেছেন, বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে হবে অথবা অতিরিক্ত ২৭০ দিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। সেই সময়সীমা আরো বাড়ানোর জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করছেন তিনি।

আরো পড়ুন : লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলৌকিকভাবে অক্ষত ডেভিডের বাড়ি

তিনি বলেন, টিকটকের ওপর এই নিষেধাজ্ঞা তথ্য ও সাংস্কৃতিক বাস্তুতন্ত্রকে ভেঙে ফেলবে। এর কারণে লাখ লাখ মানুষ তাদের সামাজিক মাধ্যমের ওপর নির্ভরতা হারাবে। 

তিনি আরো বলেন, টিকটক নিষিদ্ধ করলে লাখ লাখ আমেরিকানের ওপর গুরুতর পরিণতি নেমে আসবে, যারা সামাজিক যোগাযোগ এবং তাদের অর্থনৈতিক জীবিকার জন্য অ্যাপটির ওপর নির্ভরশীল। আমরা তা হতে দিতে পারি না।

টিকটক নিষিদ্ধ করা সংক্রান্ত একটি আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনটি স্থগিত রাখার অনুরোধের কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে তাঁকে সময় দেয়া উচিত।

সোমবার বাইডেন এবং ট্রাম্পকে এই নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য অনুরোধ করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না। এটি নিষিদ্ধ হলে ১৭ কোটি মার্কিনি তাদের বাকস্বাধীনতা হারাতে পারে। সেইসঙ্গে কয়েক লাখ মার্কিনের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

যদি আদালত আগামী রোববারের মধ্যে টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইনটি বন্ধ না করে, তাহলে অ্যাপল বা গুগল অ্যাপ স্টোরগুলোতে টিকটকের নতুন ডাউনলোড নিষিদ্ধ করা হবে। 

তবে বিদ্যমান ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য অ্যাপটি অ্যাক্সেস করতে পারবেন। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App