×

যুক্তরাষ্ট্র

ফ্যাক্টচেক বাতিল: ফেসবুকের রাজনৈতিক কৌশল নাকি নতুন পরিবর্তন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

ফ্যাক্টচেক বাতিল: ফেসবুকের রাজনৈতিক কৌশল নাকি নতুন পরিবর্তন?

ছবি : সংগৃহীত

   

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অভিযোগ করেছেন, সরকার এবং ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলো মানুষের ওপর সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে। তিনি বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ৭ জানুয়ারি ফেসবুকে ফ্যাক্টচেকিং পদ্ধতি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং প্ল্যাটফর্মটিকে তাদের শিকড়ে ফিরিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন। তবে জাকারবার্গের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন তিনি সত্যিই তার মতাদর্শ পরিবর্তন করেছেন।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকের বিরুদ্ধে বরাবরই মত প্রকাশের স্বাধীনতার অভাবের অভিযোগ করে আসছেন। ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেকের পূর্বে ফেসবুক প্ল্যাটফর্মে ফ্যাক্টচেকিং বন্ধ করার কথা ঘোষণা করেন জাকারবার্গ। তিনি দাবি করেন, এ পদক্ষেপের মাধ্যমে ফেসবুক মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। তার এই আকস্মিক পদক্ষেপ অনেকেই বিস্মিত করেছে। তবে, তিনি অতীতে রাজনৈতিক প্রভাব ঠেকাতে নানা কৌশল অবলম্বন করেছেন, যা তার এ ঘোষণার পেছনে একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেন, এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যেখানে ট্রাম্পের পক্ষ থেকে বিষোদ্‌গার এড়াতে জাকারবার্গ এই পদক্ষেপ নিয়েছেন। একইভাবে, টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে জাকারবার্গের সম্পর্কের একটি পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। মাস্ক দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট সমর্থক ছিলেন, কিন্তু এখন ট্রাম্পের প্রচারণায় সক্রিয় হয়েছেন। অনেকের মতে, ট্রাম্পের কাছ থেকে এককভাবে সুবিধা পাওয়ার জন্য জাকারবার্গ তার অবস্থান পরিবর্তন করেছেন।

সেইন্ট জনসন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কেইট ক্লোনিক বলেছেন, এটি প্রযুক্তি খাতের ধনকুবেরদের মধ্যে একটি মৈত্রী। তারা সেন্সরশিপের ধারণায় সমর্থন জানাচ্ছেন। 

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক অ্যান্ড্রু সেলাপাক বলেন, এটি সম্ভবত ধনকুবেরদের মধ্যে ঈর্ষার ফল, তবে ফ্যাক্টচেকিং বাতিলের এই সিদ্ধান্তটি কৌশলের চেয়ে একটি আসল পরিবর্তন হতে পারে বলে তিনি মনে করেন। 

এছাড়া, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মাস্ক ও জাকারবার্গের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যা তাদের সম্পর্কের আরো একটি দিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App