ট্রাম্পের শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে বার বার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম উচ্চারিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করছেন, ঝাড়খণ্ডে অনেক মুসলিম বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তারা বলছেন, এই অনুপ্রবেশকারীরা স্থানীয় জনগণের জন্য নানা সমস্যা সৃষ্টি করছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা ব্যবহারের মাধ্যমে তাদের অধিকার হরণের চেষ্টা করছে।
বিজেপির নেতাদের মতে, বাংলাদেশি মুসলিমরা ঝাড়খণ্ডে এসে সেখানে বসবাস শুরু করেছে এবং তারা স্থানীয় জনসংখ্যার ওপর চাপ তৈরি করছে। মোদি ও শাহ, দুই নেতাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেছেন যে, রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির অভিযোগ, এই অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ঝাড়খণ্ডে বসবাস করছে, ফলে স্থানীয় জনগণের জন্য প্রকৃত সুযোগ-সুবিধা পাওয়াটা কঠিন হয়ে পড়ছে।
এদিকে, ঝাড়খণ্ডের স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে এই বিষয়টি নিয়ে বিতর্কও চলছে। কিছু পক্ষ দাবি করছে, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে এবং এর মাধ্যমে শুধু ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তবে, বিজেপির নেতাদের দৃষ্টি অনুযায়ী, এই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এতে কোন ধরনের আপস করা হবে না।