আলোচনায় বৈশ্বিক ইস্যু
বৈঠকে বসছেন বাইডেন ও শি জিনপিং

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১১ এএম

ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় বৈঠকে বসতে যাচ্ছেন। শনিবার (১৬ নভেম্বর) এটি হবে দুই নেতার তৃতীয় এবং সম্ভবত শেষ বৈঠক। বৈঠকটি অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের অবসরে।
মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, উভয় নেতার মধ্যে এই বৈঠকে বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, এবং রাশিয়া ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন বলে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন। উভয় নেতার এই বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আরও বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের অবসরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাসহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেননি তিনি।
এদিকে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) অবসরে চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন বলে বুধবার হোয়াইট হাউস জানিয়েছে।
জ্যাক সুলিভান ওই প্রেস ব্রিফিংয়ে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এটিই হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসাবে তাদের চূড়ান্ত বৈঠক।
সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় জো বাইডেন এবং তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনা করার জন্য কাজ করেছেন।