×

যুক্তরাষ্ট্র

কামালার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:২২ পিএম

কামালার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ ট্রাম্পের

ছবি : সংগৃহীত

   

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের প্রার্থীরা। তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি সমাবেশে ক্রমবর্ধমান জনসমাগমকে ভুয়া বলে অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে কমলা হ্যারিসের সমাবেশে জনসমাগম দেখানো হয়েছে। রবিবার (১১ আগস্ট) এ অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আরো পড়ুন : ইসরায়েলকে আরো ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প লেখেন, ‘কেউ কি লক্ষ্য করেছেন যে কমলা বিমানবন্দরে প্রতারণা করেছেন? বিমানে কেউ ছিল না। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত অনুসারীদের একটি বিশাল ভিড় দেখিয়েছিলেন। অথচ তারা কেউ সেখানে ছিলেন না।’

রেফারেন্স হিসেবে ট্রাম্প ৭ আগস্ট মিশিগানের একটি টারমাকে জড়ো হওয়া বিশাল জনতার চিত্র উল্লেখ করেন। সেখানে কমলা হ্যারিস বিমান থেকে নামার সময় তার সমর্থকদের উল্লাসে মাততে দেখা যায়।

এ বিষয়ে কমলা হ্যারিসের প্রচার শিবির জানায়, ট্রাম্পের দাবি বানোয়াট। মিশিগানে হ্যারিসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ১৫ হাজারের বেশি মানুষ ভিড় করেছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়, যা সম্পূর্ণ আসল।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি ছবিগুলো যাচাই করে জনসমাগমের সত্যতা পেয়েছে। ওই দিন বাস্তবিকভাবেই হাজারো মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। এছাড়া গেটি ইমেজের ছবিতেও জনসমাগমের সত্যতা মেলে। গেটি ইমেজের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবির মিল পেয়েছে সিএনবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App