×

খেলা

ইব্রাহিম ঝলকে আবাহনীর বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইব্রাহিম ঝলকে আবাহনীর বড় জয়

ছবি: সংগৃহীত

   

ঢাকা আবাহনী চলতি মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই বাজিমাত করছে। লিগে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি গোল হজম করেছে মারুফুল হকের শিষ্যরা। প্রিমিয়ার লিগে তাদের পাঁচ জয়, এক ড্র ও এক হার। যা এখন তাদের এককভাবে টেবিলে দ্বিতীয় স্থানে উন্নীত করেছে।

চার দিন আগে তার একমাত্র গোলে ফেডারেশন কাপে চিরপ্রতিদ্ব›দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছিল আবাহনী। কুমিল্লায় পাওয়া সেই জয় ফেড কাপের শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেছে ধানমন্ডির দলটির। মোহামেডানের বিপক্ষে ম্যাচের নায়ক ইব্রাহিমের জোড়া গোলে গতকাল চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে আবাহনী। ৭ ম্যাচে ৫ জয় ১টি করে ড্র ও হারে ১৬ পয়েন্ট তাদের।

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত দুইয়ে থাকা রহমতগঞ্জ সপ্তম রাউন্ডে মোহামেডানের কাছে ৩-১ গোলে হেরে তিনে নেমে গেছে। পুরান ঢাকার দলটির পয়েন্ট ১৫। ১৪ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে। ৭ ম্যাচের সব কটি জিতে শীর্ষে মোহামেডান।

শুরুর দিকে গোল পাচ্ছিল না আবাহনী লিমিটেড। বিরতিটি আগে গোল মুখ উন্মুক্ত হলে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রিমিয়ার লিগে মোহাম্মদ ইব্রাহিমের জোড়া লক্ষ্যভেদে আবাহনী ৪-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহাম্মদ ইব্রাহিম সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এনামুল হোসেন গাজী। পরে ইব্রাহিম নিজের দ্বিতীয় এবং আসাদুল মোল্লার গোলে বড় জয় নিশ্চিত হয় মারুফুল হকের দলের। লিগের সপ্তম রাউন্ড শেষে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। । আর চট্টগ্রাম আবাহনী সব ম্যাচ হেরে নিচের দিকেই আছে।

প্রথমার্ধের ৪২তম মিনিটে আবাহনী প্রথম গোল পায়।। এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢুকে যাওয়া ইব্রাহিমকে পায়ে আঘাত করেন ফজলে রাব্বী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে লিগে ব্যক্তিগত গোলের খাতা খোলেন ইব্রাহিম। আগের ম্যাচে ফেডারেশন কাপে চিরপ্রতিদ্ব›দ্বী মোহামেডানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়েও জালের দেখা পেয়েছিলেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

আবাহনী লিমিটেড দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল খেলতে থাকে। গোলও আসে তিনটি। দুটি আক্রমণের সুর বেঁধে দেন শাহরিয়ার ইমন, আক্রমণের পূর্ণতা দেন এনামুল ও ইব্রাহিম। ৫২ মিনিটে ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনী গোলকিপার মোহাম্মদ নাঈম, কিন্তু ব্যর্থ তিনি। গোল মুখে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল। ৬৬ মিনিটে মাঝমাঠের ওপর থেকে রক্ষণ চেরা পাস বাড়ান ইমন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে দারুণ শটে নাঈমের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম।

পাঁচ মিনিট পর আরেক গোলে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। মিরাজুল ইসলামের কর্নারে কেওয়াসি ডায়মন্ড হেড করলে বল উপরে উঠে যায়; এরপর জটলার মধ্য থেকে মোহাম্মদ হৃদয়ের শট ব্লকড হওয়ার পর বল চলে যায় আসাদুলের পায়ে। একটু আগেই ইমনের বদলি নামা এই মিডফিল্ডার নিচু শটে বল পৌঁছে দেন ঠিকানায়। তাতে নিশ্চিত হয়ে যায় আবাহনীর পঞ্চম জয়। তাতেই পয়েন্ট তালিকায় তিন ধাপ উন্নতি।

লিগের সাত রাউন্ড শেষে মোহামেডান সবার চেয়ে এগিয়ে। গত রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান ছয় থাকলেও এই রাউন্ডে এক পয়েন্ট কমেছে। পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিল। চলতি রাউন্ডে রহমতগঞ্জের হার ও আবাহনীর জয় টেবিলে পরিবর্তন এনেছে। ঢাকা আবাহনী ১৬, রহমতগঞ্জ ১৫ , ব্রাদার্স ইউনিয়ন ১৪ ও বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে।

১০ দলের মধ্যে দুটি দলের রেলিগেশন হওয়ার কথা। চট্টগ্রাম টানা সাত হারে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে আসা ফকিরেরপুল তিন ও ঢাকা ওয়ান্ডারার্স চার পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম ও অস্টম স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App