×

খেলা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

সেরা বিশে মেহেদী-তাসকিন-রিশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেরা বিশে মেহেদী-তাসকিন-রিশাদ

ছবি: সংগৃহীত

   

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে সুখবর পেয়েছেন টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করার পর আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বোলার। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছে শেখ মেহেদী হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি অফস্পিনার। এছাড়া বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। সেরা বিশের মধ্য থেকে বছর শেষ করেছেন এই দুই টাইগার। এদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাসপ্রিত বুমরাহ সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে গড়েছেন দুর্দান্ত রেকর্ড।

এ বছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবারের র‌্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন মেহেদী। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদী। ওয়েস্ট ইন্ডিজে মেহেদী তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন এক ম্যাচেও ২০ রানের বেশি খরচ করেননি। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার। তারই সুবাদে ১৩ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

এদিকে সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসাররাও। বিশেষ করে তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ারসেরা অবস্থানে আছেন। তিন ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়েছেন তিনি। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি পেসার। মেহেদী-তাসকিন ছাড়াও সেরা বিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরো এক বোলার। একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন রিশাদ। লেগস্পিনার রিশাদ চলতি বছরে টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৩৫টি, যা এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। ধারাবাহিক পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজেও ধরে রেখেছেন রিশাদ। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। এই লেগস্পিনারের এটিই ক্যারিয়ারসেরা অবস্থান। ওভারপ্রতি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে। আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে রয়েছেন। ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান।

এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদী। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার উপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। ব্যাটসম্যানদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলা জাকের আলী বিশাল লাফ দিয়েছেন। ৮৫ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৭ নম্বরে। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত বোলিংয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টে স্পর্শ করেছেন রবি অশ্বিনের রেকর্ড। ব্রিজবেন টেস্টে আলো ছড়ানোয় তার নামের পাশে ১৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে থাকা এই বোলারের রেটিং এখন ৯০৪। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরের ঘোষণা দেয়া অশ্বিন ২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের পাঁচে আছেন তিনি। মেলবোর্নে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে দারুণ কিছু করে অভিজ্ঞ স্পিনার অশ্বিনের ওই কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণসুযোগ রয়েছে বুমরাহর সামনে। বৃষ্টির কল্যাণে ড্র হওয়া ব্রিজবেন টেস্টে প্রথম ইনিংসে ৬টিসহ মোট ৯ উইকেট নেন বুমরাহ। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আসেনি। তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড অবস্থান করছেন।

তবে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। অ্যাডিলেডের পর ব্রিজবেনেও ব্যাট হাতে জ্বলে ওঠেন ট্রাভিস হেড। তারই সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন তিনি। লম্বা সময় পর সেঞ্চুরির স্বাদ পাওয়া স্টিভেন স্মিথ সেরা দশে ঢুকেছেন। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিন স্থানে আগের মতোই আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থানে যথারীতি শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, দুইয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সবার উপরে পাকিস্তানের ব্যাটার বাবর আজম। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগান লেগস্পিনার রশিদ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App