×

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

বড় স্বপ্ন দেখছেন সাবিনারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বড় স্বপ্ন দেখছেন সাবিনারা

   

কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অপরাজেয় থেকে সেমির টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতকে হারানোর পর গতকাল ফুরফুরে মেজাজেই ছিলেন সাবিনারা। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর, ভুটানের মেয়েদের বিপক্ষে। এর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার পাশাপাশি দলের বিভিন্ন বিষয়ে কথা বলেন অধিনায়ক সাবিনা খাতুন।

সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিতে উঠে। অবশ্য ম্যাচের ক্লান্তি দূর করতে বৃহস্পতিবার অনুশীলন করেনি মেয়েরা। আইসবাথ ও স্ট্রেচিং রাখা হয়েছে। আগের দিনে ভারতের বিপক্ষে দারুণ জয়ে অবদান ছিল বাংলাদেশের মিডফিল্ডের। অধিনায়ক সাবিনা অকপটে স্বীকার করে নেন মারিয়া মান্দা, মনিকা চাকমার দারুণ পারফম্যান্সকে।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি, এজন্য ম্যাচের ফলাফল আমাদের পক্ষে এসেছে। কেননা মাঝমাঠ আমাদের দখলে থাকায় তার খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো চাপ অনুভব করেছে। এদিকে ম্যাচের আগে নারী দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে কথা বলার কথা জানান সাবিনা।

তিনি বলেন, ‘ছোটন স্যারের সঙ্গে দলের প্রায় ১৪ বছরের সম্পর্ক। ম্যাচের আগে তিনি আমাদের মনোবল জোগান দিয়েছিলেন। এছাড়া ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা মাসুরার কথা বিশেষভাবে মনে করিয়ে দিয়ে সাবিনা বলেন, ও আমাদের ডিফেন্সের মধ্যমণি। দলের ভালো করার মধ্যে ওর অবদান অবশ্যই মনে রাখতে হবে।’ ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরার প্রশংসা করতেও বাদ রাখেননি সাবিনা।

তিনি বলেন, ‘সে অনেক প্রতিভাবান ফুটবলার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তো সে অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোল করেছিল। ভারতের বিপক্ষেও তার দ্বিতীয় গোলটা অসাধারণ হয়েছে।’ এদিকে বেশ কয়েকদিন থেকে চলে আসা দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও মুখ খুলেন অধিনায়ক। তিনি জানান, সিনিয়র জুনিয়র যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, আপনারা দলের জুনিয়রদের কাছেই জেনে নিতে পারবেন। কেননা, ওরাই তা ভালো বলতে পারবে। অধিনায়ক হিসেবে বলতে গেলে আমি দলের সব জুনিয়রদের অনেক ভালোবাসি। তাই আমি মনে করি মিডিয়াতে যেসব কথা ছড়ানো হচ্ছে, তার ভিত্তি নেই আসলে।’

ভারতের বিপক্ষে জয়ের পর গতকাল ফুরফুরে মেজাজেই দিন পার করেছে সাবিনারা। জয়ের আনন্দ প্রায় সবকিছুই ভুলিয়ে দিয়েছে।

সিনিয়র-জুনিয়র, কোচ-খেলোয়াড়দের টানাপড়েন, সবকিছু যদি ভারতের বিপক্ষে এই জয় ভুলিয়ে দেয়, তাহলে মেয়েদের মুকুট ধরে রাখার অভিযান যে ছুটবে অবিশ্বাস্য গতিতে। এবারের আসরে মালদ্বীপের বিপক্ষে ১১টি গোল দিয়েছে স্বাগতিক নেপাল, ভুটান দিয়েছে ১৩টি গোল। পরের ম্যাচে ভুটানের সঙ্গেই সেমির লড়াইয়ে মাঠে নামবে সাবিনারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App