×

খেলা

‘গোল্ডেন বয়’ পেতে যাচ্ছেন ইয়ামাল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গোল্ডেন বয়’ পেতে যাচ্ছেন ইয়ামাল!

ইয়ামাল

   

তরুণ ফুটবলারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ‘গোল্ডেন বয়’। প্রতি বছর ইতালির সংবাদপত্র তুত্তোস্পোর্ত এ পুরস্কার দিয়ে থাকে। আগামী ২৮ অক্টোবর ঘোষণা করা হবে এবারের ‘গোল্ডেন বয়’ বিজয়ীর নাম। এর আগে ২৫ জন উদীয়মান তরুণ ফুটবলারকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হলেন বার্সেলোনার হয়ে খেলা তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। এছাড়া এ তালিকায় রয়েছেন এনদ্রিক, আলেহান্দ্রো গারনাচো এবং কোভি মাইনুরা । ফুটবলে তরুণদের উত্থানের পথরেখা বুঝতে চোখ রাখা হয় ‘গোল্ডেন বয়’ পুরস্কারে। গত বছর এ পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার তার উত্তরসূরি হিসেবে কার হাতে পুরস্কার উঠবে, সেটাই দেখার অপেক্ষা। ১৮ অক্টোবর তালিকা ঘোষণার পর থেকেই চলছে নানা আলোচনা। কে হতে পারেন এবারের সেরা তরুণ? ২৮ অক্টোবর প্যারিসে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ফুটবলপ্রেমীরা অবশ্য সে পর্যন্ত অপেক্ষা করতে নারাজ, নিজেরাই বেছে নিচ্ছেন পছন্দের বিজয়ীকে।

মনোনীত ২৫ জনের তালিকায় অবশ্য সবচেয়ে বেশি দাপট দেখা গেছে প্রিমিয়ার লিগের। বিশ্বের সবচেয়ে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ লিগ থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৭ ফুটবলার।

এছাড়া অন্য লিগগুলোর মধ্যে লা লিগা থেকে ৫ জন, লিগ সিরিআ থেকে ৪ জন এবং বুন্দেসলিগা থেকে ৩ জন ফুটবলার জায়গা পেয়েছেন। আর ক্লাব হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি থেকে। এ দুই ক্লাব থেকে জায়গা পেয়েছেন ৩ জন করে ফুটবলার।

তালিকাটা ২৫ জনের হলেও শেষ পর্যন্ত ধারণা করা হচ্ছে লড়াইটা নেমে আসতে পারে কয়েকজনের মধ্যে, যেখানে লামিনে ইয়ামাল, এনদ্রিক, আলেহান্দ্রো গারনাচো এবং কোভি মাইনুরা আছেন আলোচনার শীর্ষে। গত মৌসুমের পারফরম্যান্স ও প্রভাব বিবেচনা করলেও এই নামগুলোই বিশেষভাবে সামনে আসে। অনেকে অবশ্য বিচার-বিশ্লেষণ ছাড়াই বেছে নিচ্ছেন ইয়ামালকে। এর পেছনে যথেষ্ট যুক্তিও আছে।

অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড ভাঙা ইয়ামালের সবচেয়ে বড় অর্জন স্পেনের হয়ে ইউরো জয়। এছাড়া বার্সার হয়ে যখনই মাঠে নেমেছেন আলো ছড়িয়েছেন এখনো কৈশোরের বৃত্তে থাকা এই উইঙ্গার। এরই মধ্যে অনেকে তাকে লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনার সঙ্গেও তুলনা করছেন। গত মৌসুমে ইয়ামালের পরিসংখ্যানও বেশ উজ্জ্বল ছিল। ৫০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি সহায়তা করেছেন ৯ গোলে। তবে পরিসংখ্যান ছাড়াও বিভিন্ন ম্যাচে তার প্রভাব ছিল অসামান্য। ইয়ামালের পারফরম্যান্সের সূত্র ধরেই হয়তো ট্রান্সফার মার্কেট সম্ভাব্য পুরস্কার বিজয়ী হিসেবে তার কথা বলেছে। সেটি হলে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ীও হবেন ইয়ামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App