রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

উয়েফা নেশন্স লিগে পোলান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে রবার্তো সানচেজের পর্তুগাল। গত মাসেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা পর্তুগিজ তারকা রোনালদো ফিরেছেন এই দলে। রোনালদো জ¦রের কারণে দলের বাইরে ছিলেন। এদিকে ইউরোতে চোট পাওয়া স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতাও দলে ফিরেছেন। প্রথমবারের মতো ইতালি দলে ডাক পেয়েছেন কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল মালদিনি।
উয়েফা নেশন্স লিগে এবারের আসরে বেশ ভালো অবস্থানে রয়েছে পর্তুগাল। ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ভাইরাল ফ্লুর কারণে দলের আল নাসরের হয়ে কয়েকটি ম্যাচ মিস করলেও আসন্ন নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে রোনালদোর ওপরও আস্থা রাখছেন পর্তুগিজ কোচ। গত মাসেই সব মিলিয়ে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা রোনালদোর গোলসংখ্যা এখন ৯০৪টি। আগামী ১২ অক্টোবর পোলান্ড এবং তিন দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে এই সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে ৩৯ বছর বয়সি এই তারকার সামনে।
এদিকে নেশন্স লিগের আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে স্পেন দলে ফিরেছেন আলভারো মোরাতা। দলটির ইউরোজয়ী কোচ লুইস ডি লা ফুয়েন্তে এই তথ্য নিশ্চিত করেছেন। স্প্যানিশ অধিনায়ক ও এসি মিলান ফরোয়ার্ড মোরাতা পেশির ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। ইনজুরির কারণে নেশন্স লিগে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি মোরাতা। ডি লা ফুয়েন্তে এ সম্পর্কে বলেছেন, ‘সে আমার দৃষ্টিতে বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার। একইসঙ্গে সে অসাধারণ একজন অধিনায়ক। দলকে একত্রিত করার দারুণ ক্ষমতা তার রয়েছে। দলের জন্য সে শতভাগ দিতে প্রস্তুত। দলের সবাই তাকে বেশ শ্রদ্ধা করে। পুরো কোচিং স্টাফ তাকে দারুণ ভালোবাসে। মাঠ ও মাঠের বাইরে মোরাতার অবদান স্বীকার না করে উপায় নেই।’ এদিকে লিগামেন্টের গুরুতর ইনজুরির কারণে মৌসুমের বাকিটা সময় মাঠ থেকে ছিটকে গেছেন ইউরোর সেরা খেলোয়াড় রড্রি। এ সম্পর্কে স্প্যানিশ কোচ বলেছেন, রড্রির কোনো বিকল্প নেই। সে তার নিজের পজিশনে সেরা। ইনজুুুুুুরির সময়টাতে তার স্থান পূরণে দলে অন্য খেলোয়াড় রয়েছে; যে কারণে আমি বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত না। রড্রির অনুপস্থিতিতে দলে এসেছেন রিয়াল সোসিয়েদাদ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে রড্রির বদলি হয়ে খেলেছিলেন। এদিকে মিডফিল্ডার মিকেল মেরিনো এবারের গ্রীষ্মে আর্সেনালে যোগ দেয়ার পর থেকেই ইনজুরিতে রয়েছেন। আগামী ১২ অক্টোবর ডেনমার্ক ও তিন দিন পর সার্বিয়ার মুখোমুখি হবে স্পেন।
এছাড়া ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল মালদিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের দুটি ম্যাচকে সামনে রেখে ড্যানিয়েলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচ লুসিয়ানো স্পালেত্তি যদি তাকে মাঠে নামায় তবে পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে মোঞ্জা স্ট্রাইকার ড্যানিয়েল জাতীয় দলের খেলার সুযোগ পাবে। পাওলো মালদিনির আগে ড্যানিয়েলের দাদা সিজার মালদিনিও আজ্জুরিদের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। ২২ বছর বয়সি ড্যানিয়েল জানুয়ারিতে ধারে মোঞ্জোয় খেলতে গিয়েছিলেন। এরপর এবারের গ্রীষ্মে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মিলান তাকে স্থায়ীভাবে বিক্রি করে দেয়। আগামী বৃহস্পতিবার রোমে বেলজিয়ামকে ও ১৪ অক্টোবর উদিনেতে ইসায়েলকে আতিথ্য দেবে আজ্জুরিরা। টানা দুইবার বিশ্বকাপে অংশ নিতে পারা চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা নতুন রূপে ফিরে আসতে মরিয়া।