ফিরেই রোনালদোর ঝলক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রিশ্চিয়ানো রোনালদো
গত মাসেই প্রথম ফুটবলার হিসেবে নয়শ গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এরপর পরই অসুস্থতার কারণে গত কয়েক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল ওয়েহদার বিপক্ষে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার এবং অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সহজেই জয় পেয়েছে দল।
সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল আল ওয়াহেদাকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে গতবারের রানার আপরা। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট আল নাসরের। সৌদি প্রো লিগে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কিংস কাপের চ্যাম্পিয়ন আল নাসর। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে বল নিয়ে বক্সে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সহজ সুযোগ নষ্ট করেন এই পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শে?ষদিকে ৪১ মিনিটে নাসরকে লিড এনে দেন গ্যাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে জালে বল জড়ান রোনালদো। ৫৬ মিনিটে বক্সের মধ্যে আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে সহজেই লিড ২-০ করেন রোনালদো। ম্যাচের শেষদিকে আল ওয়াহেদার ওয়ালিদ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। অবশ্য এমন সুযোগেও আর ব্যবধান বাড়াতে পারেনি রোনালদোর দল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩৯ বছর বয়সি রোনালদোর সব মিলিয়ে এখন গোলসংখ্যা ৯০৩টি। কয়েকদিন আগেই কমপক্ষে ১০০০ গোল করে অবসরে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গতকাল গোল করার পর সেই মাইলফলকের আরেকটু কাছে গিয়েছেন।
এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে খালিজ এফসিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। দাপট দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আল ইত্তিহাদ। উল্টো পঞ্চম মিনিটে গোল হজম করে তারা।
প্রথমার্ধে আর সেই গোল পরিশোধ করতে পারেনি বেনজেমার দল। একের পর আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বেনজেমারা। দলের প্রথম গোল এনে দিয়ে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন বেনজেমা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সমতা ফেরানোর ১৯ মিনিটের মধ্যে আরো ২ গোল করে তার দল। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হোসেম আউয়ার আর তৃতীয়টি স্টিভেন ব্যারউইন। অতিরিক্ত সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন হামেদ আল-ঘামদি। সৌদি লিগের এই আসরে চতুরমুখী লড়াইয়ের আভান পাওয়া যাচ্ছে। এই দুই দল বাদেও শিরোপার দৌড়ে রয়েছেন নেইমারের দল আল হিলাল এবং আল আহলিও।