×

খেলা

বার্সার মান বাঁচালেন লেভানদোভস্কি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বার্সার মান বাঁচালেন লেভানদোভস্কি

ছবি: সংগৃহীত

   

স্প্যানিশ লা লিগায় গতকাল গেটাফের বিপক্ষে লিগের টানা সপ্তম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে গতকাল পোলিশ তারকা রবার্ট একমাত্র গোলে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গোল মিসের মহড়ার পড়েও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠছাড়া বার্সা ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এদিকে ইংলিশ লিগ কাপে বড় জয় পেয়েছে দুই পরাশক্তি লিভারপুল ও আর্সেনাল।

লিওনেল মেসির নেতৃত্বে সবশেষ ২০১৭ সালে টানা সাত ম্যাচ জয় দিয়ে লিগ শুরু করেছিল বার্সেলোনা। গেটাফের বিপক্ষে গতকাল নিয়মিত একাদশের ৭ খেলোয়াড় ছাড়াই দল সাজিয়েছিলেন ফ্লিক। ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৩০ গজ দূর থেকে পাওয়া ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে ক্রস দেন লামিন ইয়ামাল, তাতে ঠিকমতো হেড করতে পারেননি লেভানদোভস্কি। তবে এর ৯ মিনিট পরই গোল পেয়ে যান তিনি। ডান পাশ থেকে সতীর্থের উড়ন্ত লং পাস ধরেই সামনে এগোতে থাকা জুল কুন্দেকে পাস বাড়ান লামিন। কুন্দে বক্সে ঢুকে গোললাইন থেকে গোলমুখে ক্রস দেন, সেখানে আলগা বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ৩৬ বছর বয়সি এই পোলিশ স্ট্রাইকার। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি ১৬টি গোলের প্রচেষ্টা চালিয়ে দাপট ছড়িয়েছে বার্সা। বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা। শেষপর্যন্ত লেভার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ নিয়ে লিগে ৭ ম্যাচে তার গোলসংখ্যা হলো ৭টি, লা লিগায় এখন পর্যন্ত যা সর্বোচ্চ। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই সতীর্থ রাফিনহা এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। জয়ের পর লেভানদোভস্কির প্রশংসা করে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমার চোখে লেভানদোভস্কি গত এক দশকের সেরা নয় নম্বর। তার কাজটা গোলের সামনে, বক্সে এবং সে দারুণ করছে। খেলোয়াড়রা তাকে শেষ পাসটি দেয় এবং সে গোল এনে দেয়। প্রথমবারের মতো আমরা প্রথমার্ধে দ্রুতলয়ে খেলে তিন পাসে একটি গোল করেছি। আমরা এটাই দেখতে চাই।’

লা লিগায় এবার নিজেদের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সেরা শুরুর দেখা পেল বার্সা। বার্সা এবারের লিগে এ পর্যন্ত প্রতিপক্ষের জালে ২৩ গোলের পাশাপাশি হজম করেছে মাত্র ৫ গোল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফ্লিকের দল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাথলেটিক বিলবাও। এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সা অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোটে পড়ে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে যান। তার পরিবর্তে বার্সা দলে ভিড়িয়েছে ভয়চেখ সেজনিকে। জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ৩৪ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে দেন পোলিশ গোলরক্ষক সেজনি। তার সামনে সৌদিসহ বেশ কিছু ক্লাবে খেলার প্রস্তাব ছিল। বিশ্বকাপের নকআউটে মেসির পেনাল্টি ঠেকিয়ে দেয়া সেজনি অবসর ভেঙে বার্সার ডাকে সাড়া দিয়েছেন। রাজি হয়েছেন এক বছরের জন্য কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি করতে। সেজনি বলেছেন, বার্সার ডাকে সাড়া না দেয়ার অর্থ ক্লাবটিকে অসম্মান করা।

এদিকে লিগ কাপের ম্যাচে গতকাল রাতে তৃতীয় রাউন্ডে একই ব্যবধানে জয় পেয়েছে দুই পরাশক্তি আর্সেনাল ও লিভারপুল। ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৫-১ গোলের জয়ের নায়ক দুজন। জোড়া গোল করা কোডি গাকপো ও দিয়োগো জোটা।

অথচ ২১ মিনিটে সেন্টার-ব্যাক জ্যারেল কুয়ানসার আত্মঘাতি গোলে লিভারপুলই ম্যাচে পিছিয়ে পড়েছিল। এরপর প্রথমার্ধে দুটি ও বিরতির পর আরো তিন গোল করেছে লিভারপুল। ৭৪ মিনিটে মোহাম্মদ সালাহর কাছ থেকেও গোল পেয়েছে লিভারপুল। ৭৬ মিনিটে এডসন আলভারেজ লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ওয়েস্টহাম। ইয়ুর্গেন ক্লপের হাত ধরে গত মৌসুমে রেকর্ড দশম লিগ কাপজয়ী লিভারপুল এই জয়ে চতুর্থ রাউন্ডে উঠল। সেখানে ব্রাইটনের মুখোমুখি হবে আর্নি স্লটের দল। অন্যদিকে এমিরেটসে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে ক্লাবটির হয়ে প্রথম গোল পেয়েছেন রাহিম স্টার্লিং। মূল দলের একাদশে অভিষেকেই জোড়া গোল করেন ১৭ বছর বয়সি মিডফিল্ডার ইথান নুয়ানেরি। একটি করে গোল করেন কাই হাভার্টজ ও ডেকলান রাইস।

চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্ট নর্থ ইন্ড। অন্যদিকে লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি। এদিকে ইতালিয়ান জায়ান্ট এসি এবং ইন্টার মিলানের হোমগ্রাউন্ড সান সিরো থেকে সরিয়ে নেয়া হয়েছে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App