×

খেলা

বার্সার গোলবন্যার দিনে হালান্ডের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বার্সার গোলবন্যার দিনে হালান্ডের রেকর্ড

ছবি: সংগৃহীত

   

স্প্যানিশ লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। সিরামিকায় ভিয়ারিয়ালের ঘরের মাঠে রাফিনহা এবং লেওয়ানডস্কির জোড়া গোলে ৫-১ গোলে বিশাল জয় পেয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে কাতালুনিয়ার ক্লাবটি। তবে ভায়োকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে আতলেতিকো। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দলের হয়ে হালান্ডের শততম গোলের মাইলফলক ছোঁয়ার দিনে ২-২ গোলে কষ্টার্জিত ড্র করেছে ম্যানসিটি। এরপর দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টারের ক্লাবটি। এদিকে মিলান ডার্বিতে ইন্টারকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান।

লা লিগায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ গোলে এস্পানিওলকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল ১ এ। এক সপ্তাহের ভেতর তিনটি ম্যাচ খেলার ধকল কমাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দেন কোচ হ্যান্সি ফ্লিক। তবে দুশ্চিন্তা দূর করে ম্যাচের ২০ ও ৩৫ মিনিটে পোলিশ তারকা লেভানদোভস্কির জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৩৮ মিনিটে স্বাগতিক ভিয়ারিয়াল ব্যবধান কমায় আয়োজে পেরেজের গোলে। প্রথমার্ধের শেষদিকে কর্নারের বল ধরতে গিয়ে চোট পান বার্সা অধিনায়ক মার্ক আন্দ্রে টের স্টেগেন। হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন এই গোলরক্ষক। প্রাথমিক ধারণা মতে বছরখানেকের মতো মাঠের বাইরে যাচ্ছেন এই জার্মান তারকা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যাবধান দ্বিগুণ করেন লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা পাবলো তোরে। ম্যাচের প্রথম গোলটিও তার বানিয়ে দেয়া ছিল। ম্যাচের ৬৪ মিনিটে লেভানদোভস্কি পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুবর্ণসুযোগ মিস করেন। তবে গোল উৎসব থামায়নি বার্সা। প্রথমে বদলি নামা পাউ ভিক্টর এবং এরপর লামিনের দারুণ দুই পাসে দুটি গোল করে স্কোর শিটে নাম লেখান রাফিনহা। বার্সা ৪ গোলের ব্যবধানে জিতলেও নাটকের কমতি ছিল না ম্যাচে। ভিয়ারিয়ালের দুটি গোল বাতিল হয়েছে ভিএআরে।

ইতিহাদ স্টেডিয়ামে গতকাল রাতের ইংলিশ প্রিমিয়ার লিগের সিটি বনাম আর্সেনাল ম্যাচটিতে বড় ম্যাচের উত্তেজনার সব উপকরণই ছিল। গোল নিয়ে বিতর্ক, লাল কার্ডে এক দলের মাঝপথেই ১০ জন হয়ে যাওয়া, মেজাজ হারিয়ে ফেলে ধাক্কাসহ সবকিছুই। নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ডের সিটির জার্সিতে শততম গোলেই ৯ মিনিটে এগিয়ে গিয়েছিল টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান সাভিনিয়ার পাস থেকে বল পেয়ে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার বাম পাশ দিয়ে নিচু শটে এবারের লিগে ১০ম গোলটি পেয়ে যান হালান্ড। তবে গোল হজম করেও বিপাকে পড়েনি সফরকারীরা। আর্সেনাল সমতায় ফেরে ২২ মিনিটে করা রিকার্দো কালাফিওরির দারুণ এক গোলে। গ্যাব্রিয়েল মার্তিনেলির পাস ধরে প্রায় ২০ গজ দূর থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি। তবে বিতর্ক হয়েছে এই গোল নিয়ে। নিজেদের অর্ধে পাওয়া এক ফ্রি-কিকেই বল পান মার্তিনেলি। সিটির অভিযোগ তাদের খেলোয়াড়রা প্রস্তুত না হতেই শর্ট ফ্রি-কিক নিয়েছে আর্সেনাল। তবে আপত্তি কানে না তোলায় দলটির কোচ পেপ গার্দিওলা রেগেমেগে ডাগআউটের চেয়ারে লাথি মেরে বসেন। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কর্নারে এই গোলটিও করেছেন এক ডিফেন্ডার, গ্যাব্রিয়েল মাগালাইস। ওই গোলের ৬ মিনিট পর সিটির এক খেলোয়াড়কে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনালের লিওনার্দো ট্রোসার্ডকে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না সিটি। ঘরের মাঠে পুরো দ্বিতীয়ার্ধটা একজন বেশি নিয়ে খেলার সুবিধা নিতে পারছিল না তাতে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার দারুণ কিছু সেভের বড় ভূমিকাও আছে। যোগ করা সময়ের ৭ মিনিট পেরিয়ে যাওয়ার পরই গোলটি পেয়েছে একের পর এক আক্রমণ শাণিয়ে যাওয়া সিটি। পেনাল্টি বক্সের ভেতর থেকেই গোলটি করেছেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস।

ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয় গানারদের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিই রয়েছে শীর্ষে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে চারে।

অন্যদিকে সিরিআতে মিলান ডার্বিতে ইন্টারের ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় এসি মিলান। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ইন্টার, ডিমার্কোর গোলে ২৭ মিনিটে ১-১ গোলে স্বস্তির নিশ্বাস ফেলে স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে গাবিয়ার গোলে জয় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। পাঁচ ম্যাচ শেষে সমান ৮ পয়েন্ট রয়েছে মিলানের দুই জায়ান্ট ক্লাবের।

ফলাফল

বার্সেলোনা ৫ : ১ ভিয়ারিয়াল

আতলেতিকো মাদ্রিদ ১ : ১ ভায়োকানো

এসি মিলান ২ : ১ ইন্টার মিলান

লিয়ন ২ : ৩ মার্শেই

ম্যানসিটি ২ : ০ আর্সেনাল

ব্রাইটন ২ : ২ ফরেস্ট

রোমা ৩ : ০ উদিনেস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App