×

খেলা

ইন্টারকন্টিনেন্টাল কাপ মাঠে গড়াবে আজ

Icon

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্টারকন্টিনেন্টাল কাপ মাঠে গড়াবে আজ

ছবি: সংগৃহীত

   

ফিফা ক্লাব কাপের পরিবর্তে এবার আয়োজিত হবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির ম্যাচ দিয়ে আজ শুরু হবে আসর। যেখানে সরাসরি ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কাতারের দোহায় আগামী ১৮ সেপ্টেম্বর ম্যাচটি মাঠে গড়াবে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের এবারের আসরে ম্যাচ হবে মোট পাঁচটি। ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে এই টুর্নামেন্ট চালুর কথা গত ডিসেম্বরে জানায় ফিফা। এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির ম্যাচ দিয়ে আজ শুরু হবে আসর। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলির বিপক্ষে। এই ম্যাচের নাম আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিক প্লে-অফ। এই দুটি ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলকে সুযোগ দেয়া হয়েছে ঘরের মাঠে খেলার।

পরের ম্যাচগুলো হবে দোহায়। ‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব ও কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর পাচুকা এফসি। এই দুই ম্যচের জয়ী দল ১৪ ডিসেম্বর লড়বে ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচটি হবে কাতারের জাতীয় দিবসে। ঠিক দুই বছর আগে এই দিনেই ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন রূপে আবার শুরু হবে আগামী বছর। আগের সাত দলের পরিবর্তে ৩২ দলকে নিয়ে এই আসর হবে চার বছর পরপর। প্রথম আসরটি হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপেও রেকর্ডবারের চ্যাম্পিয়ন। ২০১৪ সালের আগ পর্যন্ত কোনো শিরোপা তাদের ছিল না। কিন্তু ১০ বছরের মধ্যে তারা শিরোপা জিতে নেয় পাঁচবার।

প্রথম ফিফা ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ২০০০ সালে ব্রাজিলে। যে বছর এটি ইন্টারকন্টিনেন্টাল কাপের সঙ্গে পাশাপাশি চলেছিল। ২০০৫ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সঙ্গে একীভূত হয়। ২০০৬ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ রাখা হয়। ক্লাব বিশ্বকাপের বিজয়ী ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি এবং একটি ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন সার্টিফিকেট পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App