×

খেলা

ক্রোয়েশিয়ার মান বাঁচালেন মদ্রিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্রোয়েশিয়ার মান বাঁচালেন মদ্রিচ

ছবি: সংগৃহীত

   

উয়েফা নেশন্স লিগে গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে স্পেন। স্প্যানিশদের হয়ে গতকাল জোড়া গোল করেছেন ফরোয়ার্ড ফাবিয়ান রুইজ। অবশিষ্ট গোল দুটি এসেছে তারকা ফরোয়ার্ড হোসেলু এবং ফেরান তোরেসের পা থেকে। টুর্নামেন্টের অপর ম্যাচে গতকাল স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্বাগতিক পর্তুগালদের হয়ে গতকাল গোল করেছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। অপর এক ম্যাচে গতকাল পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন লুকা মদ্রিচ।

স্তাদে দি জেনেভাতে গতকাল ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে ইয়ামালের ক্রসে হেডের সাহায্যে স্পেনের হয়ে প্রথম গোল করেন হোসেলু। ইয়ামালের পাসে নিকো উইলিয়ামসের শট রুখে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। কিন্তু ফিরতি বলে ফাবিয়ান রুইজ ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। সাত মিনিট পর বক্সের বাইরে ব্রিল এম্বোলোকে ফাউলের অপরাধে ডিফেন্ডার রবিন লি নরমান্ড সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় স্পেন। ৪১ মিনিটে সুইসদের পক্ষে এক গোল পরিশোধ করেন জেকি আমদুনি। পিএসজি মিডফিল্ডার উইজ ৭৭ মিনিটে আবারো গোল করলে সুইজারল্যান্ডের স্বপ্ন ভঙ্গ হয়। তিন মিনিট পর বদলি খেলোয়াড় ফেরান তোরেস দলের হয়ে চতুর্থ গোলটি করেন। স্প্যানিশ ম্যানেজার লুই ডি লা ফুয়েন্তে ম্যাচ শেষে বলেছেন, ‘এই দল ঐতিহাসিক সব ম্যাচ জয়ের যোগ্য দাবিদার। আমি আমার খেলোয়াড় নিয়ে দারুণ গর্বিত। খেলোয়াড়রা দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এই দলটি তরুণ এবং সবার মধ্যে ভিন্ন এক স্পৃহা আছে। নিজেদের উন্নতির জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সব খেলোয়াড়দের নিয়ে আমি সত্যিই দারুণ খুশি। বিশেষ করে হোসেলু। তাকে আমার খুবই পছন্দ। সে এমন একজন খেলোয়াড় যার প্রশংসা সব সময়ই করতে হয়। দলের উন্নতির জন্য সে সব সময়ই দারুণ পরিশ্রম করে। ম্যাচে সব সময়ই সে সতর্ক থাকে।’ নিউক্যাসল ও আলাভেসের সাবেক এবং বর্তমানে কাতারের আল-গারাফার স্ট্রাইকার হোসেলু নিজেও ম্যাচে শেষে সন্তুষ্টির কথা বলেছেন। হোসেলু জানান, ‘ম্যাচে নিজেদের মানের পরিচয় আমরা দিয়েছি। দারুণ একটি দলের বিরুদ্ধে আমরা দুর্দান্ত খেলেছি। পুরো দল তাদের প্রতিশ্রæতির প্রমাণ দিয়েছে, দক্ষতা দেখিয়েছে এবং দিনের শেষে আমরা একটি ভালো ফল পেয়েছি। যোগ্যতর দল হিসেবেই আমরা জয়লাভ করেছি। যেভাবে আমরা খেলেছি তাতে আমি দারুণ গর্বিত।’ স্তাদে দি জেনেভাতে বৃষ্টি¯œাত ম্যাচের আগে টিকেট বিক্রি হয়েছে ২৬ হাজার ২৬৫টি। বৃষ্টির কারণে মাঠের অবস্থা ছিল নাজুক।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল। ক্যারিয়ারে এটি রোনালদোর ৯০১তম গোল। এর আগে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশন্স লিগের প্রথম ম্যাচে ক্যারিয়ারের ৯০০তম ও আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১তম গোল দেয়ার কৃতিত্ব দেখিয়েছেন রোনালদো। বদলি বেঞ্চ থেকে উঠে এসে পর্তুগালকে টানা দ্বিতীয় জয় উপহার দিতে ৩৯ বছর বয়সি রোনালদো কোনো ধরনের কার্পণ্য করেননি। ম্যাচ শেষের দুই মিনিটর আগে আল নাসরের এই ফরোয়ার্ড যখন জয়সূচক গোলটি করেন তখন লিসবনের এস্তাদিও ডা লুজের স্বাগতিক সমর্থকরা রোনালদোর নাম ধরে চিৎকার করেছেন, উচ্ছ¡াস প্রকাশ করেছেন। এদিকে ৩০তম জন্মদিনে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের গোলে ৫৪ মিনিটে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেসের ওল্ড ট্র্যাফোর্ডের সাবেক সতীর্থ স্কট ম্যাকটোমিনে ৭ মিনিটে কেনি ম্যাকলিনের দুর্দান্ত ক্রস থেকে স্কটিশদের এগিয়ে দিয়েছিল। স্কটল্যান্ডের জার্সিতে গত ১২ ম্যাচে এটি ম্যাকটোমিনের ১০ম গোল। স্কটল্যান্ডের বিরুদ্ধে এই জয়ে পর্তুগাল বস রবার্তো মার্টিনেজ স্বস্তি প্রকাশ করেছেন। স্কটল্যান্ড এখনো পর্তুগালের বিপক্ষে প্রথম জয়ের আশায় আছে। বৃহস্পতিবার হ্যাম্পডেন পার্কে পোল্যান্ডের সঙ্গে ৩-২ গোলের পরাজয় দিয়ে নেশন্স লিগ শুরু করেছে স্কটল্যান্ড। এ পর্যন্ত ১৪ ম্যাচে স্কটল্যান্ড মাত্র একটিতে জয়ী হয়েছে। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপেও তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এ বছর স্টিভ ক্লার্কের দল নয় ম্যাচের ছয়টিতেই জয়ী হয়েছে। জুনে জিব্রালটারের বিপক্ষে প্রীতি ম্যাচে তারা একটি জয় আদায় করে নিয়েছিল। ক্লার্ক বলেন, ‘বেঞ্চ থেকে যখন গুণসম্পন্ন খেলোয়াড় মাঠে নামানো হয়, যেমনটি রবার্তো করেছে তখন সেখানে সবসময়ই কিছুটা হলেও ঝুঁকি থাকে। আজকের (গতকাল) এই পারফরম্যান্সে আমি দারুণ হতাশ। আমি মনে করি এই জয়টা পর্তুগালের প্রাপ্য ছিল।’

স্পেন ৪ : ১ সুইজারল্যান্ড

পর্তুগাল ২ : ১ স্কটল্যান্ড

ক্রোয়েশিয়া ১ : ০ পোল্যান্ড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App