×

খেলা

দাবা অলিম্পিয়াডে যাচ্ছে দুই বোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দাবা অলিম্পিয়াডে যাচ্ছে দুই বোন

ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ

   

এবারই প্রথম দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ অলিম্পিয়াডে খেলছেন। এছাড়া বাবাকে ছাড়া গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছেন। দুই মাস হলো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আগামী ১১ সেপ্টেম্বর থেকে দাবা অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে। আজ বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। সফরকে সামনে রেখে গতকাল ফেডারেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দাবাড়– কর্মকর্তারা।

বাংলাদেশের নারী দাবায় দুই পরিচিতি মুখ ওয়ালিজা ও ওয়াদিফা। শেষ দুই অলিম্পিয়াডে বড় বোন ওয়ালিজা বাংলাদেশ দলে ছিলেন। তবে করোনা ও পরীক্ষার কারণে খেলা হয়নি। এবার ছোট বোনসহ অলিম্পিয়াডে প্রথমবার যাচ্ছেন। তাই উচ্ছ¡াসটা একটু বেশি। ওয়ালিজা বলেন, ‘২০২০ সালে করোনার জন্য অলিম্পিয়াড হয়নি। ২০২২ সালে পরীক্ষার জন্য খেলতে পারিনি। এবার যখন অলিম্পিয়াড নিশ্চিত হলো তখনো কিছুটা অনিশ্চয়তা ভর করছিল। দেশের এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত খেলতে যেতে পারব কি না। তবে শঙ্কা কাটিয়ে এবার যাচ্ছি।

সঙ্গে বোনও আছে। এটা বিশেষ ভালো লাগা।’ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ওপেন ও মহিলা দুই বিভাগে অংশ নিচ্ছে। দুই বিভাগেই জাতীয় দাবায় শীর্ষ পাঁচ দাবাড়ুই জায়গা পেয়েছেন। ছোট বোন ওয়াদিফা মহিলা দাবায় তৃতীয় হওয়ায় অলিম্পিয়াড নিশ্চিত ছিল। পঞ্চম স্থানের জন্য ওয়ালিজাকে রাণী হামিদের সঙ্গে প্লে-অফ খেলতে হয়েছে। ওয়ালিজা সেই প্লে-অফ জিতে যাচ্ছেন। ওয়াদিফা উচ্ছ¡সিত কণ্ঠে বলেছেন, ‘আপু যখন জিতল তখন আমি খুশিতে লাফিয়েছি। দুই বোন একসঙ্গে অলিম্পিয়াড খেলব, এর চেয়ে আনন্দ আর হয় না।’

দুই বোন তাদের ইতালি প্রবাসী সাবেক দাবাড়ু বাবা মইনউদ্দিনকে দেখেই অনুপ্রাণিত হয়ে খেলছেন। হাতেখড়িও বাবার হাত ধরে। ওয়াদিফা নবম শ্রেণির ছাত্রী আর ওয়ালিজা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন। দুই বোনই দাবায় খেলতে যাওয়ার পেছনে মায়ের কথাও উল্লেখ করেছেন। ওয়ালিজা জানান, ‘আমার বাবা ইতালি থাকেন। তিনি চান আমরা দাবা খেলি। তবে মায়ের আগ্রহ ও সহযোগিতাই বেশি। মা আমাদের ফেডারেশনে নিয়ে আসতেন। দাবার জন্য অনুপ্রাণিত করে আসছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App