আনু মোহাম্মদ
‘মব ভায়োলেন্সে’র বিচার করতে হবে

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: সংগৃহীত
জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি যারা ‘মব ভায়োলেন্স’ ও জোর জবরদস্তি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে ‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই : ৫৩ বছরের সব লড়াইয়ের স্মৃতিযাপনে পদযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।
এ সময় তিনি সরকারের কাছে দেশের কোনো সংখ্যালঘু বা কোনো মানুষ যেন নিপীড়নের শিকার না হয় সেটি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উসকানি দিচ্ছে- তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে।
সরকারের সঙ্গে যুক্ত তাদের লক্ষ্য করে আনু মুহাম্মদ আরো বলেন, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয়াই শুধু যথেষ্ট নয়। বরং বাংলাদেশের ক্ষতি করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে, সেগুলোকেও বাতিল করতে হবে। তিনি বলেন, অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্র যেটা বাংলাদেশের সর্বনাশ করছে- সেটা বাতিল করার কথা বলছেন না। আমরা সেটা বাতিল করার দাবি জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে। ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও আছে। ভয়ঙ্কর এই প্রকল্প বাতিলের দাবি জানাই। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাই।
আরো পড়ুন: বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতের কী কিছু করার আছে?
দেশে বর্তমানে যারা সরকারের ক্ষমতায় আছেন তাদের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা পালনের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার গঠনের দুই মাসের মধ্যে আমরা সরকারের আশু করণীয় কাজের তালিকা করে সরকারকে জানিয়েছি। তিন মাস পর তার পর্যালোচনা করেছি। ছয় মাস পরে আমরা আবারো পর্যালোচনা করব।
উল্লেখ্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্কের উদ্দেশে যাত্রা করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিতে দেখা যায়।