আধিপত্যের সংঘাত
দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

মো. শরিফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) থেকে
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে লাবলু আহমেদ (৩৭) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গত চার মাস আগে কুয়েত থেকে দেশে ফিরে লাবলু বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এ ঘটনায় আহতরা হলেন- কুস্তা গ্রামের মৃত দীন ইসলামের ছেলে রাহাদুজ্জামান খান ও কুস্তা গ্রামের শওকত আলীর ছেলে হিমেল।
আরো পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লাবলুর ওপর হামলা চালায়। এতে লাবলু আহত হন। পরে তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লাবলুকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।