×

প্রথম পাতা

সিএনএনকে সাক্ষাৎকারে কমলা হ্যারিস

আমেরিকার জন্য দিনবদলের সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমেরিকার জন্য দিনবদলের সময়
   

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, আমেরিকার জন্য এখন দিনবদলের সময়। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সিএনএনের ডানা বাশকে দেয়া এই বিশেষ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজও উপস্থিত ছিলেন। যৌথ এই সাক্ষাৎকারে সরকার, রাজনীতি, অর্থনীতি, সীমান্তনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানিনীতি, অভিবাসনসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কঠোর অভিবাসন নীতি প্রণয়নের অঙ্গীকার করেন কমলা হ্যারিস। ইসরায়েলে অস্ত্র সহায়তাও তিনি বন্ধ করবেন না বলে জানান।

কমলা আগেই ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। এই অঙ্গীকারের আলোকে সাক্ষাৎকারে কমলা বলেন, তিনি নির্বাচিত হলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকে রাখবেন।

অভিবাসনসহ কিছু বিষয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন কমলা। তবে তিনি উল্লেখ করেন, তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। কমলা বলেন, অভিবাসনের রাশ টেনে ধরতে তিনি একটি নতুন করে পরিপূর্ণ সীমান্ত আইন প্রণয়নের চেষ্টা নেবেন। তাছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া মানুষের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্রের যেসব আইন আছে সেগুলো অনুসরণ ও প্রয়োগ করা হবে।

আরো পড়ুন: আরব সাগরে গভীর নিম্নচাপ, দ্বিতীয় ‘আগস্ট ঝড়ের’ আশঙ্কা

ইসরায়েল নিয়ে অবস্থান বদলাবে না : যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান। সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার এই অবস্থান বদলাবে না। আমাদের অবশ্যই জিম্মিদের মুক্তি দেয়ার বিষয়ে চুক্তি করতে হবে।

গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে। গত জুলাই মাসের শেষদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এই বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে তিনি জোরালো বক্তব্য রাখেন। কমলা বলেন, এই দুঃখজনক ঘটনাগুলোর আমরা মুখোমুখি হতে পারি না। আমরা চুপ করে বসে থাকতে পারি না। ইসরায়েলকে সমর্থন দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সুরই সে সময় শোনা যায় কমলা হ্যারিসের কণ্ঠে। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। দেশটি কীভাবে আত্মরক্ষা করে সেটি গুরুত্বপূর্ণ। গাজায় বেসামরিক মানুষ নিহত, মানবিক বিপর্যয়, ধ্বংসযজ্ঞ নিয়ে নেতানিয়াহুর কাছে উদ্বেগ জানান হ্যারিস।

ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ রাখার উচিত কিনা- সিএনএনের সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে কমলা বলেন, না, আমাদের একটি যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি করতে হবে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। আগেও বলেছি, এখনো বলছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, আছে।

আরো পড়ুন: ট্রাম্পের সফরে সেনা সমাধিতে অশান্তি!

নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের কাজ কী হবে, সে বিষয়ে জানতে চাওয়া হয় কমলার কাছে। জবাবে তিনি নির্বাহী আদেশ জারি করার মতো কোনো নির্দিষ্ট কর্মতালিকা দেননি। বরং উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি হবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণিকে সমর্থন দেয়া, শক্তিশালী করা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কমলা বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন প্রেসিডেন্ট পেয়েছিল, যার এজেন্ডা ছিল দেশের বৈশিষ্ট্য ও শক্তিকে খর্ব করা। জাতিকে বিভক্ত করা। যুক্তরাষ্ট্রের মানুষ এখন দিন বদল করতে প্রস্তুত। কমলা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কারণ তিনি বিশ্বাস করেন, জাতি-লিঙ্গ নির্বিশেষে সব আমেরিকানের জন্য এই মুহূর্তে এই কাজটি করার জন্য তিনিই সেরা ব্যক্তি।

বৃহস্পতিবার জর্জিয়ার সাভানায় সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ সঙ্গে থাকায় এবং আগেই রেকর্ড হওয়ায় কমলার প্রতিদ্ব›দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছেন।

এদিকে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর থেকেই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচার চালানোর জন্যও তিনি কোটি কোটি ডলার অনুদান পাচ্ছেন। গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা। আর ৫ নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে হবে তার ভাগ্য নির্ধারণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App