×

প্রথম পাতা

বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালন

সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরই একশ্রেণির সুযোগ সন্ধানী মানুষ ও দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ও হামলা করছে। বিশেষ গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কলুষিত করতে গত ৫ আগস্ট থেকে সারাদেশের ৫২টি জেলায় সংগঠিত সাম্প্রদায়িক হামলায় কয়েক হাজার হিন্দু পরিবার নিঃস্ব হয়ে গেছে। অবিলম্বে এই অবস্থার অবসান করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানায় পরিষদের নেতারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, পরিষদের প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও কাজল দেবনাথ প্রমুখ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রাপ্ত সাংগঠনিক বিবরণ এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতোমধ্যে অন্তত ৫২টি জেলায় এই সাম্প্রদায়িক সহিংসতায় হাজার হাজার হিন্দু পরিবার সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে গেছে। হামলার পর অনেক মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। অনেক নারী নিগৃহীত হয়েছেন। কয়েকটি স্থানে হত্যার ঘটনাও ঘটেছে। আক্রান্ত হয়েছে অন্য সংখ্যালঘুরাও। মূলত ৫ আগস্ট থেকে এই সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। সারাদেশের সংখ্যালঘুদের মধ্যে গভীর শঙ্কা, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অবিলম্বে এই অবস্থার অবসান চাই। রাষ্ট্রপতি, সেনাপ্রধান, সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমাদের বর্তমান এই পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। তারাও তাদের বক্তব্য-ভাষণে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি গত তিন দিন ধরে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

আরো পড়ুন: নতুন দেশ বিনির্মাণে পথরেখা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান টিআইবির

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে ছাত্র-জনতার বিজয় কলুষিত না হয়। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের এই রক্তক্ষরণের অবসান ঘটে।

অপরদিকে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, বাংলাদেশ সনাতনী সচেতন ছাত্র সমাজ, সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যান তারা। প্রসেনজিৎ কুমার হালদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- চয়ন পাল, সুজন দেবনাথ, চৈতি বসাক, মনীষ বাড়ৈ, সাজেন কৃষ্ণ বল, নোবেল সাহা, সোনামনি কর্মকার, পিযুষ দাস, অনুপম দাস, অঙ্কন কর্মকার, অনিক দাস প্রমুখ। মানববন্ধনে কয়েকশ সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতীমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ করা হয়। দেশত্যাগের হুমকি দেয়া হয়। রাতের আঁধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম, প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়। এই সংকটের দ্রুত সমাধানে রাষ্ট্রের কাছে ২০ দফা দাবি তুলে ধরেন তারা।

আরো পড়ুন: ড. ইউনূসের নবগঠিত সরকারকে আইডিইবির অভিনন্দন

সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে গতকাল শাহবাগে সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপার সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাপার কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, জাতীয় পরিষদের সদস্য নাজিম উদ্দীন ও হাজী শেখ আনসার আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মনিরুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল হাসনাত সোলাইমান, সমাজকর্মী মো. হাবিবুর রহমান প্রমুখ। বাপার নেতারা বলেন, ছাত্র-জনতার এই বিজয়ের মাধ্যমে দেশকে প্রকৃত অর্থেই একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ হিসেবে দেখতে চাই।

সমাবেশে স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশের ছাত্র-জনতার বিজয়কে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। কিছু দুষ্কৃতকারী এই সুযোগে সরকারি স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মারক, শিল্পকলা ও ব্যক্তিগত সম্পদের ওপর হামলা ডাকাতির সঙ্গে সঙ্গে ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যারা এই ঘৃণিত কাজটি সংঘটিত করছে, তারা স্বাধীনতার শত্রু। এদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সহিংস ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাউথ এশিয়ান দলিত ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের নেতারা। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ঝর্ণা বাড়ৈ, সহ-সভাপতি মুকুল শিকদার, অ্যাড. রমেন্দ্র নাথ রায় ও ডা. দীলিপ কুমার ঘোষসহ অন্যান্য নেতারা এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবি কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের সুবিধা হাসিলের জন্য দেশের বিভিন্ন স্থানে অমানবিক, নারকীয় অত্যাচার চালাচ্ছে। হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সম্প্রদায়ের লাখ লাখ মানুষ আজ বিপন্ন এবং ঘর ছাড়া। মেয়েদের ওপর ধর্ষণসহ নারকীয় হিংস্র অত্যাচার চালাচ্ছে। বিভন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে। দেশ ছাড়ার হুমকি, চাঁদাবাজি, ঘর-বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অত্যাচারে মানুষ দিশেহারা। এই ক্ষতবিক্ষত পথহারা মানুষকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিশ্ববাসীর কাছে ভুল ব্যাখ্যা দিচ্ছে, তাদের মধ্যে বিশ্ব হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক বিভিন্ন বিভ্রান্তমূলক বিবৃতি দিচ্ছেন। যার ধারাবাহিকতায় সংখ্যালঘু সম্প্রদায় আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন তথ্য বিভ্রাটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ তদন্ত এবং বিচার করবে বলে আশা করছি। সর্বজনস্বীকৃত রাষ্ট্রে নবগঠিত কর্তৃপক্ষের কাছে সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App