হঠাৎ আলোচনায় আসা কে এই মানজুর মতিন?

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন (প্রিতম)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বর্তমান সময়ের রিয়েল হিরো’ আখ্যা দিয়ে জামায়াত-শিবিরের বিভিন্ন গ্রুপ ও আইড থেকে পরিকল্পিতভাবে তাকে ভাইরাল করা হয়। শুধু রিট করে নয়- আন্দোলনে সোচ্চার ও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে নিয়মিত লেখালেখিও করেন তিনি। জামায়াত-শিবিরপন্থিরা তার পোস্ট ব্যাপকভাবে শেয়ার করে ‘দেশের প্রয়োজনে সংবাদ উপস্থাপক থেকে আইনজীবী’ রূপে তার আবির্ভাবের গল্প তুলে ধরছেন। কেউ বা ছায়াছবির নানা চরিত্রজুড়ে দিয়ে শিক্ষার্থীদের ত্রাণকর্তা হিসেবে তুলনা করছেন এই আইনজীবীকে। অনেকেই আবার প্রশ্ন তুলছেন তার রাজনৈতিক পরিচয় নিয়েও।
কেউ বলছেন, আইনজীবী মানজুর আল মতিন বাংলাদেশ ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। আবার মতিনের শুভাকাক্সক্ষীরা দাবি করছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সাংবাদিকরাও মতিনকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি শিবির করেন? এই প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করেননি তিনি। তাহলে মতিন কি আসলেই নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। নাকি সত্য আড়াল করতে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। তার সম্পর্কে খোঁজ নিয়ে তেমনটাই ইঙ্গিত মেলে।
জানা গেছে, মানজুর আল মতিনের আপন নানী হাফেজা আসমা খাতুন ১৯৯১ সালের নির্বাচনে চার দলীয় জোটে জামায়াত থেকে ২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হন। হাফেজা আসমা খাতুন জামায়াতের কেন্দ্রীয় নেতা থাকাকালীন শিবিরের ছাত্রীসংস্থার তত্ত্বাবধানে ছিলেন। শিবিরের মূল ধারার রাজনীতির উপর তার একাধিক বই রয়েছে। এছাড়াও মাসিক ও ত্রৈমাসিক ম্যাগাজিনে নিয়মিত প্রবন্ধ ও কলাম লিখতেন।
প্রিতমের আপন মামা সাইফুল্লাহ মনসুর যুদ্ধাপরাধী নিজামীর জামাতা। প্রিতমের আপন খালা মুন্নি যুদ্ধাপরাধী গোলাম আযমের বড় ছেলে মামুন আল আযমীর বউ। মানজুর আল প্রিতমের বাবা সাবেক বিচারপতি আব্দুল মতিন আদালত প্রাঙ্গণে জামায়াতপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। যার পরিবার ও স্বজনরা জামায়াতের সঙ্গে আত্মার বন্ধনে আবদ্ধ, তিনি সাংবাদিকদের ওই প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন- এটিই স্বাভাবিক। মানজুর আল মতিন সেই কাজটিই সূ²ভাবে করেছেন। কারণ উত্তর দিলে এগুলোও তাকে বলতে হতো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রিতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসএসি ও এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়েছেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচার্যে তার আইন পেশায় হাতেখড়ি। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। আইনপেশা পরিচালনার পাশাপাশি প্রিতম বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টোয়েন্টিফোরে’ সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় চিকিৎসক। তিনি ১২ বছর বয়সি এক সন্তানের জনক। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। সে সময় বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিতে ‘বিব্রত’ বোধ করে আলোচনায় আসেন। বর্তমানে অবসর জীবনযাপন করছেন।