×

মেলা

তারকাদের সর্বক্ষণের সঙ্গী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারকাদের সর্বক্ষণের সঙ্গী

ছবি: সংগৃহীত

   

বলিউড অভিনেতা সালমান খান জীবনে একাধিকবার নানা বিপদের সম্মুখীন হয়েছেন। বহু মানুষ তার জীবনে এসেছেন, আবার চলেও গিয়েছেন। পরিবারের পর যে মানুষটি কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবেননি, তিনি দেহরক্ষী শেরা। ২৯ বছর ধরে যিনি ভাইজানের সেবায় নিয়োজিত প্রাণ। লরেন্স বিষ্ণোইয়ের একের পর এক হুমকির পরে জোরদার হয়েছে সালমানের নিরাপত্তা। তারই মাঝে সবকিছুকে ছাপিয়ে ভাইরাল হয়েছে শেরার ‘সেরা’ ডায়লগ। তার কথায়, ‘আমি ভাইয়ের সঙ্গে বেঁধে গিয়েছি। আমার মতো তাকে অন্য কেউ সামলাতে পারবে না।’ টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীরও এমন সর্বক্ষণের সঙ্গী রয়েছেন। যারা নিজেদের জীবনবাজি রাখতেও রাজি তাদের রক্ষার্থে।

রাম সিং (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী)

১৬ বছর ধরে রয়েছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইন্ডাস্ট্রির বুম্বাদা তার কাছে স্যারজি। ক্লাস টেনে পড়ার সময় থেকেই বাউন্সারের কাজ শুরু তার। রামের কথায়, ‘একটা সময় রোজ ১৫০ টাকা পেতাম। মাকে ১০০ টাকা দিতাম, আর নিজের কাছে ৫০ টাকা রাখতাম।’ কীভাবে রামের কাজ শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে? রাম বলেন, ‘খবর পেয়েছিলাম বুম্বাদার কাছে কাজ আছে। আমার মা স্যারজির খুব বড় ফ্যান। রাজারহাটে একটা শুটিংয়ে গিয়ে প্রথম দেখা। গাড়ি থেকে যখন নামছেন আমি তাকিয়ে রয়েছি। এ আমি চোখের সামনে কাকে দেখছি! এত সুন্দর একটা লোক। আমায় তখন স্যারজির থেকে অনেকটা দূরেই রাখত। সেদিন হঠাৎ দূর থেকে ডেকে বললেন, তোমার পেনটা একটু দাও তো। দাদা আমায় নিজের পেন দিয়ে অটোগ্রাফ দিয়েছিলেন। আমি আজো ওই পেনটা রেখে দিয়েছি। কারণ ওটা স্যারজি ছুঁয়েছেন।’

এরপর প্রসেনজিতের স্থায়ী বাউন্সার লাগবে খবর পেয়ে সেখানে পৌঁছান রাম। তার স্যারজির মতো করে কেউ হবে না। জোর গলায় বললেন প্রসেনজিতের সর্বক্ষণের সঙ্গী। বললেন, ‘যেখানেই থাকি, যত শুটিংয়ের চাপ-ই থাকুক, ঠিক জিজ্ঞেস করেন খেয়েছি কিনা, বাড়ি কখন যাব। এটা আমার বড় পাওনা। তাই আমি দাদাকে সব সময় কাঁধে নিয়ে ঘুরি। যে-ই জিজ্ঞেস করে বলি দাদা আমার কাঁধে আছেন। জান চলে যাবে, তবু দাদার কিছু হতে দেব না।’

সুরজিৎ কয়াল (কোয়েল মল্লিকের দেহরক্ষী)

বিগত আট বছর ধরে কোয়েল মল্লিকের সঙ্গেই রয়েছেন তিনি। সুরজিৎ বলেন, ‘দিদির সঙ্গে আমার কাজটা খুব আত্মিক। একেবারে নিজের ভেবে কাজ যাকে বলে আর কী। আমি তো স্যারের (রঞ্জিৎ মল্লিক) সঙ্গেও থাকি। ওই পরিবারের সঙ্গে একটা আত্মিক যোগ তৈরি হয়ে গিয়েছে।’ নিজের দিদি আর কোয়েলের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও জানান সুরজিৎ। অন্যদিকে, কোয়েলের কাছেও তিনি একেবারে নিজের ভাই। বললেন, ‘কখনো ম্যাডাম বলে ডাকিনি। দিদি বলেই ডাকি যখন এটা তো বড় একটা দায়িত্ব। জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করি।’

দেবাশিস মুখোপাধ্যায় (কৌশানি মুখোপাধ্যায়ের দেহরক্ষী)

একটা সময় বনির সঙ্গেও কাজ শুরু তার। তবে বছর পাঁচেক ধরে কৌশানির সঙ্গেই রয়েছেন দেবাশিস। ইন্ডাস্ট্রির সবার কাছে তিনি ‘ট্যাটুদা’ নামে পরিচিত। একটা সময় বাউন্সার ও বডিগার্ড হিসেবে জয়েন করলেও, বিগত পাঁচ-সাত বছর ধরে কৌশানির ব্র্যান্ড থেকে ইভেন্ট সবটাই সামলান তিনি। দেবাশিসের কথায়, ‘সেলফি তুলতে গিয়ে মানুষ কখনো কখনো এতটাই ঝাঁপিয়ে পড়েন যে, দিশা করে উঠতে পারেন না কী করবেন। কেউ রেগে গেলেও কিছু করার নেই। আমায় বাধা দিতেই হবে।’ তার কাছে কৌশানি নিজের দিদির থেকেও বড় জায়গায়। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা দিদির সঙ্গেই থাকেন তিনি। দেবাশিস বললেন, ‘একটা পরিবারের মতো হয়ে গিয়েছি। আমাকে ছাড়া দিদি কখনো কোথাও যায় না। আমি যতদিন এই পেশায় থাকব, দিদি ছাড়া আর কারো কাছে কাজ করব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App