×

মেলা

১০০ বছরে মল্লিক বাড়ির পূজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১০০ বছরে মল্লিক বাড়ির পূজা

রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক

   

এ বছর পূজার আমেজটা যেন একটু অন্যরকম। মন ভালো নেই শহরের। চারদিকে হাহাকারের শব্দ। আরজি করকাণ্ডে বিচার পাওয়ার চিৎকার। প্রতি বছরের মতো কলকাতার সেই উৎসবের আবহ যেন এবার একটু কম। জাঁকজমক এবং থিমের ভিড়ে সাবেকিয়ানার ওপর ধুলার আস্তরণ জমছে একটু একটু করে। কিন্তু এখনো শহর কলকাতায় সাবেকি পূজা যে কয়টি টিকে রয়েছে, ভবানীপুরের মল্লিকবাড়ি তার মধ্যে অন্যতম।

ভবানীপুরের আদি বাড়ি মল্লিক বাড়ির পূজা যুগ যুগ ধরে বিখ্যাত টলিপাড়ায়। আমন্ত্রিত থাকেন টলিউডের একগুচ্ছ তারকা। তবে পূজার আয়োজন থেকে ভোগ বিতরণ, সবটা একা হাতেই সামলান তার মেয়ে কোয়েল। দেখা যায় অপরূপ সাজে। কিন্তু এবার? ১০০ বছরে পা রাখলেও প্রতিবারের আড়ম্বরকে ছোঁবে না রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের পূজা। আয়োজন হবে বাড়িতেই। ১০০ বছরে মল্লিক বাড়ির পূজা কোনোদিন বন্ধ হয়নি।

এবারো তা হবে না। তবে এই প্রথম বাড়ির দরজা বন্ধ ছিল। খোলা হয়নি জনসাধারণের জন্য। পূজার চারদিন তাদের বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি আরো একটি বিশেষ আকর্ষণ থাকে। তা হলো, বিভিন্ন তারকাকে দেখতে পাওয়া। তারা আসেন মল্লিক বাড়ির পূজায়। মেতে থাকেন আনন্দে। তবে ১০০ বছরের পূজায় এই প্রথম বদলাবে এই নিয়ম। সাধারণ মানুষ এবার মল্লিক বাড়ির ঠাকুর দেখতে পাবেন না। কারণ কোয়েলের মতে, এবারের পূজা শুধু পূজাই। কোনো উৎসব না। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যে মল্লিক বাড়ির পূজা কিছুটা ¤øান, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App