×

মেলা

ভীষণ ব্যস্ত মৌ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভীষণ ব্যস্ত মৌ

মৌসুমী মৌ

   

উপস্থাপনা এবং অভিনয় দুই-ই সমানতালে সামলাচ্ছেন মৌসুমী মৌ। আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মৌ বলেন, ‘যদিও খুব বেশি অভিনয়ে সময় দেয়া হয় না তারপরও একটু ভালো গল্প পেলে সেটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। এই ওয়েবের গল্পটাও চমৎকার। এখানে সোহেল মণ্ডল এবং আমি দম্পতি হিসেবে রয়েছি, যাদের চরিত্রের নাম মালেক-চম্পা। আমার অ্যাকসিডেন্ট ঘিরে গল্পটা এগোয়। তিনটা কাপলের গল্প এটা।’

এদিকে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় নাগরিক টেলিভিশনে শুরু হয়েছে ‘ক্রিকবাজ’। শোবিজ অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলাবিষয়ক অনুষ্ঠানেও রয়েছে তার সরব উপস্থিতি। সদ্য শুরু হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবিষয়ক এই অনুষ্ঠান প্রসঙ্গে তার ভাষ্য, খেলা আমাকে খুব টানে। রাতে বাসায় অবসর সময়েও পুরনো খেলাগুলো টিভিতে দেখি। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময়ও কিন্তু সবচেয়ে বেশি টিভি অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছি। ফিফা বিশ্বকাপেও ব্যস্ততা ছিল ভীষণ। এবার নাগরিক টিভির এটা করছি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন নাটক ‘সে থাকে মনের মাঝে’। সাদামাটা একটা গল্প হলেও দর্শক নাটক দারুণ পছন্দ করছেন বলে জানান এই অভিনেত্রী।

আগামী ১০ অক্টোবর মৌ উড়াল দেবেন দক্ষিণ কোরিয়ায়। সেখানে অংশ নেবেন মূকাভিনয়ে। দেশটির থিয়েটার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তৃতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মৌ। জানালেন ফিরবেন ১৪ অক্টোবর। এরপর ডিসেম্বরে অংশ নেবেন ‘কনকা সেরা পরিবার’ শোয়ের তৃতীয় সিজনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App