জট খুলছে বহুরূপীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘বহুরূপী’ সিনেমার একটি দৃশ্য
পরতে পরতে যেন জট খুলছে ছবির, প্রকাশ্যে আনছে একের পর এক ঝলক। আর ‘বহুরূপী’র ট্রেলার যেন নতুন একটি ধারণা তৈরি করে দিল ছবিটা নিয়ে। মুক্তি পেল ‘বহুরূপী’র ট্রেলার আর সেখানেই কিছুটা স্পষ্ট হলো চরিত্রের রূপরেখা। এক ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যাংক ডাকাত আর এর ‘সুপারকপ’-এর গল্প ‘বহুরূপী’। এই ছবিতে দুই নায়িকাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্রে। পকেটমারের ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে আর পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। নায়কের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও নেতিবাচক চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমায় নিয়ে একটা ধারণা ছিল, আমি কেবল কমার্শিয়াল ছবি করতেই ইন্ডাস্ট্রিতে এসেছি। অনেকেই সিনেমা অফার করার সময় বলেছেন, ভালো গান রয়েছে বা ডান্স নম্বর রয়েছে। সেটা একটা অংশ। তবে আমি এমন ছবি চেয়েছিলাম, যেখানে নিজের অভিনয় দক্ষতা দেখাতে পারি। ইন্ডাস্ট্রিতে এই সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঝিমলি এমন একটা চরিত্র, যেখানে আমি সব সুযোগ পেয়েছি। শিবুদা আমার কোনো কাজ দেখে নাকি আমায় পছন্দ করেননি। কিছু রিলস দেখেই নাকি আমায় পছন্দ করেছিলেন। আমায় নিয়ে মানুষের এত যে প্রশ্ন, তার উত্তর দেবে আমার কাজ।
এই সিনেমা নিয়ে শিবপ্রসাদ বলেন, আমরা যখন ‘মুক্তধারা’ করেছিলাম, তখনই আমাদের একজন এসে বলেছিলেন, আমায় নিয়ে ছবি করুন। আমার থেকে বড় ব্যাংক ডাকাত পশ্চিমবঙ্গে কেউ হয়নি। সেই সময়ে আমাদের এই ছবিটি বানানোর মতো বাজেট ছিল না। দীর্ঘ ১২ বছর পরে সেই ছবিটি বানানোর সুযোগ হলো। ‘রক্তবীজ’ আমাদের সাহস দিয়েছে। আর সেই কারণেই ‘বহুরূপী’র মতো ছবিকে দর্শকদের সামনে নিয়ে আসতে পারছি।
এই ছবি নিয়ে ঋতাভরী বলেন, ‘শিবুদা কিছু কাজ বললে আমি না বলতে পারি না। শিবুদার সঙ্গে আমার সহ-অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে, দাদা হিসেবে খুব ভালো সম্পর্ক। তবে এই চরিত্রটা আমার কাছে আরো বিশেষ, কারণ দিদি (নন্দিতা রায়) নিজে এই চরিত্রটা লিখেছেন।’