×

মেলা

সমালোচিত হয়েছেন বহুবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সমালোচিত হয়েছেন বহুবার

প্রিয়াঙ্কা চোপড়া

   

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের শুরুতেই একের পর এক জয় হাসিল করেছিলেন তিনি। শ্যামলা গায়ের রং থেকে শুরু করে নাকের গড়ন, সমালোচনার মুখে পড়তে হয়েছে একাধিকবার। ২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন তিনি। তার ঠিক ৩ বছর পরই বলিউডে পা রাখেন। যে মেয়ে একটা সময় নিজের গায়ের রং নিয়ে অখুশি, তিনিই বাজিমাত করছেন সিনেদুনিয়ায়।

বলিউড ছেড়ে পা রেখেছেন হলিউডে। বর্তমানে তিনি আন্তর্জাতিক তারকাও। মার্কিন পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে সংসার পেতেছেন বিদেশের বুকেই। এই সবকিছুতেই তিনি সব সময় আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। এ নিয়ে আগেও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। আজকের এই প্রিয়াঙ্কা ও ছোটবেলার মেয়েটির মধ্যে ছিল অনেকটা পার্থক্য। এবার সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়েই একটি পোস্ট করলেন।

৯ বছর বয়সের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, ‘দয়া করে ৯ বছরের প্রিয়াঙ্কাকে দেখে ট্রল করবেন না।’ সেইসঙ্গে তিনি আরো লিখেছেন, ‘আমার ভেবেই অবাক লাগে, বয়ঃসন্ধি আমাকে কতটা সুন্দর বানিয়েছে। ঠিকভাবে গ্রুমিং একটা মেয়েকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আমার আগের ছবি দেখুন। তখন চুলে বাটি ছাঁট, যাতে স্কুলে যেতে সমস্যা না হয়। মা এমন করে দিয়েছিল। তারপর এখন আমি যেমন আছি, তাতে নিজেই অবাক হই।

প্রিয়াঙ্কা আরো লিখেছেন, ‘ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেটি যখন আমি সদ্য মিস ইন্ডিয়া খেতাব জিতেছি, তখনকার। ২০০০ সালের ছবি এটা। চুল, পোশাক, মেকআপ সব নিয়ে ঝলমলে অবস্থা। দুটো ছবিই তোলা হয়েছে দুই যুগ আগে। তফাতটা লক্ষ্য করার মতোই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App