‘প্রীতিলতা’র শুটিংয়ে ফিরছেন পরী

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

পরীমণি
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারই প্রথম বিপ্লবী নারী শহীদ, যিনি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য। তার জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘প্রীতিলতা’। সিনেমায় প্রীতিলতা হয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। তবে নানা কারণে ছবিটি শুটিং শেষ করতে পারেননি। এখন আবার প্রস্তুতি নিয়েছেন শুটিং করার জন্য।
রাশিদ পলাশ জানান, ‘পরীমনি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ হয়েছে। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারব। ‘প্রীতিলতা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে ইউফরসি।
উল্লেখ্য, এই অগ্নিকন্যা ১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে দেশমাতৃকার জন্য মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার।