একসঙ্গে পাওলি-প্রসেনজিৎ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দাম
হ্যাটট্রিক করে ফেলেছে অতনু রায়চৌধুরী, দেব ও অভিজিৎ সেন জুটি। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’- এর পর আবারো নতুন কাজ নিয়ে আসছেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী ও অভিনেতা দেব। শোনা যাচ্ছে, তারা পরবর্তী ছবির আলোচনাও করছেন। তবে এই বড়দিনে তাদের নতুন ছবি আসছে না। কারণ আগে থেকেই নির্ধারিত যে এই বড়দিনে আসবে দেবের ছবি ‘খাদান’।
তবে কি দেবকে ছাড়াই বড়দিনে নতুন ছবি নিয়ে আসছেন অতনু রায়চৌধুরী শোনা যাচ্ছে, এবার তার বাজি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অতনু রায়চৌধুরীর প্রযোজনায় নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি দামকে।
এই বিষয়ে অতনু রায়চৌধুরী বলেন, বিষয়টি পুরোপুরি প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্যের শেষমুহূর্তে কাটাছেঁড়া চলছে। এই ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় ছবির চিত্রনাট্য। এর আগে ‘সাঁঝবাতি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী ও লীনা গঙ্গোপাধ্যায়। ফের একসঙ্গে ফিরবেন তারা। তবে এই বড়দিনে ছবি মুক্তির পরিকল্পনা নেই তাদের।
অতনু রায়চৌধুরী জানান, জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। তবে কাস্টিং এখনো পাকা হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনো পাকা কথা হয়নি। কাস্টিং ব্যাপারটি এখন পুরোপুরি চিন্তাভাবনার স্তরে রয়েছে। প্রযোজকের দাবি হাতে চিত্রনাট্য পেলে তারপর পাকা হবে অভিনেতা-অভিনেত্রীদের নাম।
জানা যায়, ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে পাওলি দামের সঙ্গে। তবে তিনি এখনো ছবির মিটিং করেননি। তবে শিগগিরই এই বিষয়ে বৈঠকে বসবেন বলেই খবর।