বানভাসিদের জন্য তারকাদের হাহাকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ এক বন্যার কবলে বাংলাদেশ। কোটি মানুষ অনিশ্চিত জীবনের মুখে। সারাদেশের মানুষ বন্যাকবলিতদের নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন। শোবিজ তারকারাও তাদের প্রচুর ভক্ত-অনুসারীদের মধ্যে সাহায্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন।
ঢালিউডের অপ্রতিদ্ব›দ্বী অভিনেত্রী শাবনূর লিখেছেন, ‘দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। হে আল্লাহ দেশের সকল বন্যা দুর্গতদের তুমি হেফাজত করো। যে যেখানে আছেন সবাই যার যার সাধ্যমতো বন্যার্তদের পাশে এসে দাঁড়ান।’
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কী করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনো তাই করি। নৌ-সেনা-বিমান বাহিনীর ভাই-বোনরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। ত্রিপুরায় বন্যা হওয়ায় ভারতের দিক থেকে সøুইস গেট খুলে দেয়া হয়। এর জন্য আগাম কোনো সতর্কবাণী দেয়া হইছে কি না- জানা নাই।
সাধারণ মানুষ যেহেতু জানত না, তাদের কোনো প্রস্তুতিও ছিল না। ফলে অল্প সময়ে তলিয়ে যায় ফেনীসহ আশপাশের অনেক জেলা। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দূরে যেখানে যত স্পিডবোট-ইঞ্জিন নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।’
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে। আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটা অলরেডি আমরা প্রæভ করেছি। সো লেটস প্রæভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালীবাসীর জন্য এগিয়ে আসুন।’
জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী লিখেছেন, ‘এই শিশুর দৃষ্টির আকুতি, সরলতা, বিস্ময় আর ভয় নেয়া যাচ্ছে না। পুরো দেশের ভয়াবহ চিত্র এই শিশুর দৃষ্টিতে। বেদনাভরা বিপর্যস্ত জনজীবন বন্যাকবলিত অবস্থায় কী অসহায় দিনাতিপাত করছে তা আল্লাহ তাআলা জানেন। আর ভাবতে, নিতে পারছি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। নিজ নিজ অবস্থান থেকে আমরা যে যেভাবে পারি এগিয়ে আসি অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমিন।’
সংগীতশিল্পী সামিনা চৌধুরী লিখেছেন, ‘ইয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও, তুমি তোমার রহমত নাজেল কর আমাদের ওপর। আমাদের সাহায্য কর মা’বুদ.. আমীন।’
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’
চিত্রনায়িকা পরীমনি লিখেছেন, ‘আল্লাহ! কী করব আমি। বুকের ভেতর দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাব। আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন, আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাআল্লাহ।’
ছোটপর্দার সর্বাধিক প্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।’
দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।’
সোশ্যাল মিডিয়ায় দর্শকের সাবিলা নূরের যোগাযোগ অত্যন্ত নিবিড়। তিনি বন্যায় সাহায্য পাওয়া যায় এমন অনেকগুলো ফোন নম্বর শেয়ার করেছেন। লিখেছেন- বেশ কিছু স্পিডবোট পরশুরামের উদ্দেশে রওনা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।’
নির্মাতা আশফাক নিপুণ একাধিক পোস্ট করেছেন। লিখেছেন, ‘এটা আর সহ্য করতে পারছি না। আমাদের সবার উচিত, আমাদের যা কিছু আছে তা নিয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, পরশুরাম, খাগড়াছড়ির বন্যাকবলিত হাজার হাজার শিশু উদ্ধার করা। আল্লাহ এ সকল মানুষের সহায় হোন।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করুন।’
আরেক জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ল²ীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লাখ লাখ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, ‘কিছুতেই ঘুমোতে পারছি না। প্রচণ্ড অস্থির লাগছে। তাদের এই কষ্ট দেখে, কোনো সুস্থ মানুষ ঘুমোতে পারবে না। বন্যার্ত মানুষগুলো কতটা অসহায় হয়ে পড়েছে। হে আল্লাহ, তাদের সবাইকে রক্ষা করুন। এই পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ্য আছে, সেভাবেই এগিয়ে যাওয়া উচিত। সবাইকে বলছি, আপনারা বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমিও আমার শাহনূর ফাউন্ডেশন এবং জাগ্রত সাংস্কৃতিক ফোরাম নিয়ে সাহায্যের জন্য এগিয়ে যাব।’
অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন, ‘হে প্রভু, তুমি সর্বশক্তিমান। রক্ষা করো। সহায় হও।’
সংগীত পরিচালক শওকত আলী ইমন লিখেছেন, ‘অকূল দরিয়ার বুঝি কূল নাইরে। কাঁদছে আমার বাংলাদেশ। প্রিয় ভাই ও বোনরা, সরকারের কাছে আপনাদের দাবিদাওয়ার এটি প্রকৃত সময় নয়। দেশে ভয়াবহ বন্যা। আসুন আগে দেশ বাঁচাই।’
অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে। এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান।’
অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘আল্লাহ বন্যাকবলিত মানুষ এবং পশু-পাখিকে সাহায্য করুন, আমিন। সবাই যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।’
অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘হে আল্লাহ! যারা বন্যায় আটকা পড়ে আছে তাদের সাহায্য ও রক্ষা করুন।’
ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘অনেকেরই ব্যক্তিগত ইঞ্জিনচালিত বোট আছে, অনেক পার্কে ও বোট পড়ে আছে। এই বিপদে আপনারা এগিয়ে আসুন প্লিজ। কেউ যদি বোট বেশি টাকার বিনিময়েও দিতে চান তাও জানান।’
চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ‘হঠাৎ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা শুরু হয়েছে। এমন অবস্থায় আপনার সাধ্যমতো এসব অবলা প্রাণীর জন্য একটু হলেও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন।’
নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘রক্ষা করো ঈশ্বর। সাষ্টাঙ্গ প্রণামে তোমার করুণাপ্রার্থী।’
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘আহারে আমার দেশ। এত বিপদ কী করে সামাল দেয়া যায়। এত অঘটনের পর এখন আবার বন্যা। মনের ভেতরটা হাহাকার লাগছে।’