×

মেলা

কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

   

প্রিয়াঙ্কা চোপড়া, বরাবরই তিনি স্পষ্ট কথা বলতে দুবার ভেবে দেখেন না। ক্যারিয়ারের শুরু থেকেই তার এই রূপ দেখে এসেছেন ভক্তরা। তার মনে যা, মুখেও তাই। যার জেরে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। একবার তিনি নিজেই জানিয়েছিলেন, যদি তিনি ছেলে হতেন, তাহলে বেশ ভালো হতো। মেয়ে হয়ে তিনি মোটেই ভালো নেই।

সিমি গেরেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে মেকআপ করতে করতে এমনই মন্তব্য করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন তিনি যদি পুরুষ হতেন তাহলে এত সমস্যায় পড়তে হতো না। সেদিন ঠিক কোনো সমস্যার কথা বলেছিলেন অভিনেত্রী! রাখঢাক না করে ব্যাখ্যা দিলেন তারও। স্পষ্টই জানালেন, ছেলেরা একটি জিন্স ও টি-শার্ট পরে চলে আসতে পারেন প্রকাশ্যে।

মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি চুলে করা কার্লটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও যতœশীল। এ বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন এই সাজগোজ থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক। যার জেরে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। তবে অভিনেত্রীদের এই সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়।

অনেকটা সময় ধরেই তাদের নিজেকে তৈরি করতে হয়। সবমিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে। যদিও সেই প্রিয়াঙ্কা চোপড়ায় গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তার প্রতিটা ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষরা নকল করে থাকেন। তবে সেই প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App