তিন দশক পর বড়পর্দায় ‘করণ-অর্জুন’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
‘মেরে করণ অর্জুন আয়েঙ্গে’, নব্বই দশকের পর্দায় এক বৃদ্ধ মায়ের কাতর আর্তি দেখে প্রেক্ষাগৃহে চোখের পানি ফেলেছিলেন দর্শকরা। এবার তিন দশক বাদে বড়পর্দায় ফিরছে ‘করণ-অর্জুন’। আগামী ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারো মুক্তি পাচ্ছে ‘করণ-অর্জুন’। ১৯৯৫ সালে ‘করণ-অর্জুন’ ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। মিউজিকের দায়িত্বে ছিলেন পরিচালকের ভাই রাজেশ রোশন। ৩০ বছর আগের বক্স অফিসে সাড়া ফেলে দেয়া ব্লকবাস্টার সিনেমার বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শেয়ার করছেন সুপারস্টার হৃতিক রোশনও। বাবা রাকেশ পরিচালিত সিনেমা নতুন করে রিলিজের খবর দিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন বলিউডের ‘গ্রিক গড’।
পুনর্জন্মের গল্প নিয়ে সিনেমায় শাহরুখ-সালমানের দাদাভাই জুটি নজর কেড়েছিল সবার। তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। দুই ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল কাজল এবং মমতা কুলকার্নিকে। তার পর থেকেই বলিউডের দুই সুপারস্টারকে এখনো পর্যন্ত একসঙ্গে দেখলেই করণ-অর্জুন বলে সম্বোধন করেন সবাই। সিনেমা নিয়ে এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যমজ পুত্রসন্তানের নাম পর্যন্ত অনেকে করণ-অর্জুনই রেখেছিলেন। এবার সেই ছবিই আরো একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২২ নভেম্বর।
সুখবর শেয়ার করে সালমান খানের রসিকতা, সিনেমায় রাখির করা ভবিষ্যদ্বাণীই ঠিক হলো। ২২ নভেম্বর বিশ্বজুড়ে আবারো মুক্তি পাচ্ছে ‘করণ-অর্জুন’। তবে ভাইজান উচ্ছ¡াস প্রকাশ করলেও শাহরুখ খানের পক্ষ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিউড বাদশা সপরিবারে ব্যস্ত দুবাইতে। ছেলে আরিয়ান খানের পোশাক সংস্থার উদ্বোধনে।